ওমিক্রনের কারনে স্থগিত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ
করোনার প্রকোপ বেড়ে যাওয়া ও কোয়ারেন্টিন প্রক্রিয়ার জটিলতায় আসন্ন অস্ট্রেলিয়া সফর স্থগিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেটদল। সফরে ৩ টি ওয়ানডে ও ১ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল কিইউইদের।
অস্ট্রেলিয়ায় ওমিক্রনের হার ঊর্ধ্বমুখী হওয়ায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সিরিজটি স্থগিত করে। পরবর্তীতে দু-দেশের সমঝোতায় সিরিজটি অনুষ্ঠিত হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি জানায়, ‘আমরা খুবই হতাশ যে শিডিউল ম্যাচ স্থগিত রাখতে হচ্ছে। আমরা নিউজিল্যান্ড বোর্ডের সাথে বসে পুনরায় সিরিজ আয়োজন করার চেষ্টা করব। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই কেননা তারা সব সময় সিরিজ আয়োজনের পক্ষে ছিল। দেশে ফিরে দীর্ঘ সময় কোয়ারিন্টিনে থাকতে হবে বলেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। এটা সত্যি যে এই মুহূর্তে তাদের পক্ষে অস্ট্রেলিয়া সফর সম্ভব ছিল না।’
আগামী ২৪ জানুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি টি-টুয়েন্টি ম্যাচ খেলে দেশে ফেরার কথা ছিল নিউজিল্যান্ডের।