আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে বিলবাও
স্প্যানিশ সুপারকাপের সেমিফাইনালে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে অ্যাথলেটিক বিলবাও। চার মিনিটের ঝড়ে আতলেতিকোকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল বিলবাও।
সৌদি আরবের রিয়াদে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ম্যাচ শুরুর মাত্র ১৫ সেকেন্ডেই বিলবাওয়ের জালে বল জড়ান আতলেতিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্স। তবে অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় সেই গোলটি। এরপর ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বিলবাওয়ের। তবে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হাতছাড়া করেন উইলিয়ামস।
ম্যাচের প্রথমার্ধের বাকি সময়ে একচেটিয়া আধিপত্য করলেও গোলের দেখা পায়নি কোচ দিয়েগো সিমিওনে শীর্ষরা। ফলে গোলশূন্যয় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। এরপর বিরতি থেকে ফিরেই আক্রমণের গতি বাড়ায় মাদ্রিদ। আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের ৬২তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে এগিয়ে যায় মাদ্রিদের দলটি। কর্নারে ফেলিক্সের হেডে জোর ছিল না তেমন, বল পোস্টে লেগে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক সিমোনের পিঠে লেগে জালে জড়ায়।
সে এক গোলের লিড অবশ্য দলটি ধরে রাখতে পেরেছে সাকুল্যে ১৫ মিনিট। এরপর শুরু হয় বিলবাওয়ের চার মিনিটের ঝড়। ৭৭তম মিনিটে লোপেস দুর্দান্ত এক হেডে বিলবাওকে সমতায় ফেরান। এর তিন মিনিট পরই জয়সূচক গোলটি করেন উইলিয়ামস।
এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও কোন লাভ হয়নি মাদ্রিদের। উল্টো অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে মারাত্মক এক ফাউল করে লাল কার্ড দেখেন আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার জোসে মারিয়া হিমেনেস।
NICO WILLIAMS TURNS THE GAME ON ITS HEAD!
ATLETI 1-2 BILBAO 🤯 pic.twitter.com/6TyALjSjv4
— ESPN FC (@ESPNFC) January 13, 2022
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই ফাইনালে বিলবাও। শিরোপা ধরে রাখার লড়াইয়ে রোববার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।
এর আগে বুধবার প্রথম সেমি-ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-২ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল।