পাকিস্তান টেস্ট দলের বাকি সদস্যরা আসছেন আজ
বাংলাদেশের বিপক্ষে ৩ টি-টোয়েন্টি ও ২ টেস্ট সিরিজ খেলতে ১৩ নভেম্বর ঢাকায় আসে পাকিস্তান দলের টি-টোয়েন্টি স্কোয়াড়ের সদস্য সহ কয়েকজন টেস্ট দলের সদস্য। দ্বিপাক্ষিক সিরিজের ২ টেস্ট খেলতে বাকি সদস্যরাও আজ(২১নভেম্বর) পাকিস্তান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দিবেন।
১৪ জনের বহর নিয়ে বিকেল ৪ টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবে তাঁরা। বাংলাদেশে এসে করোনা পরীক্ষা দিতে হবে পাকিস্তান থেকে আসা ক্রিকেটার ও স্টাফদের। নেগেটিভ সার্টিফিকেট নিয়ে পরবর্তীতে দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দিবেন তারা ।
দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২৬ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রামে। সিরিজের শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর মিরপুরে।
৩ টি-টোয়েন্টি সিরিজের টানা দু’টিতে জয় নিয়ে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে বাবর বাহিনী। ২২ নভেম্বর দু’দল মাঠে নামবে শেষ টি-টোয়েন্টিতে।
এক নজরে পাকিস্তান টেস্ট দল:
বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।