মিরপুরে পাকিস্তানকে সমর্থন নিয়ে মাশরাফির স্ট্যাটাস
দীর্ঘ উনিশ মাস পর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে আবারও গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেট ভক্তরা। প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন পর ঘরের মাঠে ফিরেছে দর্শক। বাংলাদেশ-পাকিস্তান সিরিজে মিরপুরের ধারণক্ষমতার ৫০ শতাংশ আসনের টিকিট বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরের মাঠে দর্শক থাকা মানেই গ্যালারিতে স্বাগতিকদের ভক্ত-সমর্থকদের উল্লাস। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তবে মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ছিল অনেকটা বিপরীত দৃশ্য। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে গ্যালারিতে ছিল পাকিস্তান ভক্তদেরও উল্লাস। বাংলাদেশি হয়েও মাঠে বসে পাকিস্তানিদের সমর্থন দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব প্লাটফর্মেই চলছে আলোচনা সমালোচনার ঝড়।
অনেকের মতো টাইগারদের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় সংসদের সদস্য মাশরাফি বিন মর্তুজাও বিষয়টি কোনভাবে সমর্থন করতে পারছেন না। গ্যালারিতে পাকিস্তানের পতাকা উড়িয়ে সমর্থন দেওয়াটা খেলার অংশ হলেও প্রতিপক্ষ যখন বাংলাদেশ একটু বেশি কষ্ট পাওয়ারই কথা।
নড়াইল এক্সপ্রেস শুক্রবার বাংলাদেশ দল পাকিস্তানের কাছে হারার পর নিজের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘খেলার সাথে কোন কিছু মেলানো যায় না এটা ঠিক, কিন্তু খেলাটা যখন আমাদের দেশে আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশেই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ উড়াবে, এটা দেখে সত্যিই কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই দেশটা কিন্তু আপনার।
‘আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না।’
‘হারি বা জিতি স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক, চিৎকার হোক বাংলাদেশ।’
এর আগে পাকিস্তান দল মিরপুরে তাদের দেশের পতাকা লাগিয়ে অনুশীলন করা নিয়ে চলছিল সমালোচনা।