করোনা ‘নেগেটিভ ‘ হয়ে অনুশীলনে বাবর-শোয়েব
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে গত ১৩ নভেম্বর বাবর আজম ও শোয়েব মালিককে ছাড়া ঢাকায় পা রাখে পাকিস্তান দল। ছুটি কাটিয়ে গতকাল (১৬ নভেম্বর) ঢাকায় আসে বাবর-শোয়েব।
ঢাকায় আসার পর অন্যান্য সদস্যদের মতো অনুশীলনে যোগ দেওয়ার আগে করোনা পরীক্ষায় বসতে হয় মালিক ও বাবরের। সেই পরীক্ষায় ‘নেগেটিভ’ আসে এই দুই ক্রিকেটারের। ফলে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে আর কোনো বাধা রইলো না তাদের।
পাকিস্তান দল অনুশীলন শুরু করেছে ১৫ নভেম্বর। বাবর ও মালিক আজ(বুধবার) অনুশীলনে যোগ দিবেন বলে কথা রয়েছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যোকার ৩ টি-টোয়েন্টি ম্যাচ গুলো হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর।
পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে।
পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দোহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড় :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, আকবর আলী (উইকেটরক্ষক)।