ব্রাজিলের সহকারী কোচের প্রস্তাব পেয়েছিলেন জাভি!
জাভি বার্সেলোনার দায়িত্ব নেওয়ার আগে গুঞ্জন ওঠেছিলো তিনি ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। কিন্তু ব্রাজিলের দেওয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বলে জানা গেছে গণমাধ্যমের সূত্রে।
স্প্যানিশ গণমাধ্যম এএস এক প্রতিবেদনে বলেছিলো,ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিভিএফ) জাভিকে ২০২২ কাতার বিশ্বকাপে তিতের সহকারী কোচ এবং বিশ্বকাপের পর পুরোপুরো নেইমারদের শিষ্য হতে প্রস্তাব দিয়েছিলো। কিন্তু তিনি সেই প্রস্তাবে কিছুটা আশ্চর্যবোধ ও হয়েছেন।
এই খবর কতটুকু সত্য তা কখনো মুখ থেকে বের করেননি জাভি হার্নান্দেজ। অবশেষে কাতালানদের দায়িত্ব বুঝে নেবার পর সংবাদ সম্মেলনে জানান, ‘হ্যাঁ, আমি ব্রাজিলের সঙ্গে কোচিং দলের সদস্য হওয়া নিয়ে কথা বলেছিলাম। তারা চেয়েছিল আমি যেন তিতেকে সাহায্য করি। আর বিশ্বকাপের পর পুরোপুরিভাবে যেন ব্রাজিল দলের দায়িত্বটা নিই।’
জাভি তা উপেক্ষা করে কাতারের আল সাদকে প্রশিক্ষণ দিয়ে গেছেন একমনে। প্রতিজ্ঞা ছিলো যেভাবো হোক নূ ক্যাম্পে ফেরার। দিনের পর দিন অপেক্ষা করে গেছেন তার স্বপ্নপূরণ নিয়ে। তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের পর তিনি বললেন, ‘আমার স্বপ্ন ছিল বার্সেলোনায় আসা। আমি প্রস্তুত, আত্মবিশ্বাসী। আমার কাছে মনে হয়েছে এটাই বার্সায় আসার উপযুক্ত সময়।’
এদিকে গত শনিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে জাভির কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন স্প্যানিশ জায়ান্টরা। ৫০ লাখ ইউরো রিলিজ ক্লজের বিনিময়ে আল সাদ থেকে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন স্পেনের জার্সিতে বিশ্বকাপ ও ইউরো জেতা সাবেক তারকা মিডফিল্ডার জাভি। চলমান ২০২১-২২ মৌসুমের পর আরও দুই মৌসুম অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত কাতালানদের মূল দলের দায়িত্বে থাকবেন জাভি।
৪১ বছর বয়সী জাভি বার্সার সিনিয়র দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৭৬৭ ম্যাচ। দলটির হয়ে ১৭ বছর (১৯৯৮ থেকে ২০১৫) কাটিয়ে তিনি আটটি লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ২৫টি শিরোপা। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০১৯ সালে আল-সাদের কোচ হন তিনি।