জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের জন্য ৩৪ সদস্যের চট্টগ্রাম জেলা প্রাথমিক দল ঘোষণা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্হাপনায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫।
অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা ফুটবল দল গঠনের লক্ষ্যে দুইদিন বাছাই কার্যক্রম পরিচালনা করে আজ (১১ আগস্ট, সোমবার) প্রাথমিকভাবে ৩৪ জনের দল ঘোষণা করা হয়েছে।
১০ আগস্ট, রোববার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয় বাছাই কার্যক্রম। মোট ৩৭ জন ফুটবলার এই বাছাই কার্যক্রমে অংশ গ্রহণ করে।
টানা দুইদিন ধরে সকল ফুটবলারদের পরখ করা শেষে প্রাথমিক দলটি ঘোষণা করা হয়েছে।
বাছাইকৃত ৩৪ জন ফুটবলার হলেন,
- গোলরক্ষক- সাদ্দাম, হিরো, শহিদুল, সালা উদ্দিন।
- রক্ষণভাগ- আলাউদ্দিন, মিঠু, বাবু, প্রকাশ, হাসান, সাজ্জাদ, আখতার, আলমগীর, রাকিব, রনি, শিবলু।
- মধ্যমাঠ- শান্ত, তানভীর, আসিফ, জুনায়েদ, ফাহিম, দিদার, আনন্দ, হাফিজ, দিপু, জিবলু, রিয়াদ।
- আক্রমণভাগ- সুমন, নয়ন, রিংকু, সায়মন, নকি, সাকিব, রোমান, শাহীন।
খেলোয়াড়দের আগামীকাল (১২আগস্ট, মঙ্গলবার) বিকেল ৪ টায় চট্টগ্রাম জেলা ষ্টেডিয়ামে নিজ নিজ খেলার সরঞ্জাম সহ উপস্থিত হওয়ার জন্য চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিডিএফএ) পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।
এই বাছাই কার্যক্রম শুরুর পূর্বে উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম ও সিডিএফএ নির্বাহী সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি।
এসময় আরো উপস্থিত ছিলেন-
- সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত চৌধুরী পাবলু
- নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব
- আবু সৈয়দ মাহমুদ
- সিডিএফএ কাউন্সিলর আলী আকবর
- সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল
- সজিব বড়ুয়া টুটুল
- এ এস এম সাইফুদ্দিন চৌধুরী
- প্রবীর ঘোষ এবং সাবেক ফুটবলার ও
- কোচ দেবাশীষ বড়ুয়া দেবু