চ্যাম্পিয়নস লিগে হার দিয়েই আফঈদাদের যাত্রা শুরু
থিম্পু কলেজের হয়ে আফিদাদের যাত্রাটা খুব একটা শুভ হয়নি। এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে হার দিয়েই আফঈদা-শামসুন্নাহারদের শুরু হয়েছে।
লাওসের ভিয়েনতিয়েনে গ্রুপের প্রথম ম্যাচে আফিদাদের ভুটানী ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ০-২ গোলে হেরেছে চাইনজি তাইপের কাউশিউং অ্যাটকার্সের বিপক্ষে। দুই অর্ধে একটি করে গোল করে জয়ী দল।
এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
সপ্তাহ তিনেক আগে লাওসের এই ভিয়েনতিয়েন থেকেই বাংলাদেশের হয়ে আফঈদারা সাফল্য অর্জন করে ফিরেছিলেন।
এবার ভুটানের ক্লাবের হয়ে সেই লাওসের মাটিতেই এএফসি মহিলা চ্যাম্পিয়নস লিগ খেলছেন বাংলাদেশ নারী ফুটবল দলের আফঈদা, স্বপ্না, রিপা, শামসুন্নাহার ও তহুরা।
বাংলাদেশ নারী ফুটবল দল টানা দুই বার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে। অথচ বাংলাদেশের নারী ফুটবলের কোনো কাঠামো নেই!
এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো ক্লাব এএফসি মহিলা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারে না।
অথচ ভুটান, ভারতের ক্লাবগুলো প্রতিনিয়তই এই টুর্নামেন্টে অংশ নিয়েই চলেছে। তাই আফঈদাদের বিদেশি ক্লাবের হয়ে এএফসি টুর্নামেন্ট খেলতে হয়।
গত বছরও বাংলাদেশের তিন ফুটবলার ঋতুপর্ণা, মনিকা ও মারিয়া মান্দা রয়্যাল থিম্পু কলেজের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়েছিলেন।
সেই বার গ্রুপের খেলাগুলো হয়েছিল থিম্পুতেই। এবার থিম্পু কলেজকে লাওসে গিয়ে টুর্নামেন্টের ম্যাচগুলোতে খেলতে হচ্ছে।
আফঈদা-শামসুন্নাহারদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট, উত্তর কোরিয়ার ক্লাব নায়েগোহ্যাংয়ের বিপক্ষে।
৩১ আগস্ট শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক লাওসের ক্লাব মাস্টার অ্যাসোসিয়েশন।