খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৩০শে আগস্ট ২০২৫

তৃতীয় পরাজয়ে বিদায়ের দুয়ারে বাংলাদেশ ‘এ’ দল

পাঁচ ম্যাচে বাংলাদেশের এটি তৃতীয় পরাজয়। মাত্র ৪ পয়েন্ট নিয়ে এখন বিদায়ের দুয়ারে গত আসরের রানার্স-আপরা।
সেমি-ফাইনাল খেলতে শেষ ম্যাচ শুধু জিতলেই হবে না, পক্ষে আসতে হবে অন্যদের পাঁচ ম্যাচের ফল। পরে নেট রান রেটের হিসেবও থাকতে হবে নিজেদের পক্ষে।

টপ এন্ড টি-টোয়েন্টিতে মেলবোর্ন স্টার্সের কাছে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। তাতে সেমির দৌড়ে কাগজে কলমে টিকে থাকলেও কার্যত বাংলাদেশের স্বপ্ন শেষ বলা যায়! 

ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’। দলের হয়ে হয়ে ৪৫ রান করেন সাইফ হাসান।
জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মেলবোর্ন।
বোলিংয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ।
একশর আগেই মেলবোর্নের ৫ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল হাসান মাহমুদরা।
তবে ষষ্ঠ উইকেট জুটিতে ৬৫ রান তুলে ম্যাচের সমীকরণ বদলে দেন জোনাথন মারলো ও ক্রিশ্চিয়ান হোয়ে। ৩৮ বলে ৬১ রান করেছেন মারলো। আর ক্রিশ্চিয়ান অপরাজিত ছিলেন ১৫ রান করে।

এর আগে দারুণ ব্যাট করতে নেমে ফর্মে থাকা জিশান আলম আজ রান পাননি।
১৩ বল খেলে ১৩ রানের বেশি করতে পারেননি তিনি। আরেক ওপেনার নাঈম শেখ আরো ধীরগতির ব্যাটিং করেছেন।
স্ট্রাইকরেটের জন্য বার বার সমালোচিত হওয়া এই ব্যাটার আজ ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন।
তাতেও ইনিংস লম্বা করতে পারেননি। ২১ বলে করেছেন ১৯ রান।

তৃতীয় পরাজয়ে বিদায়ের দুয়ারে বাংলাদেশ 'এ' দল

তিনে নেমে ভালো শুরু করেছিলেন সাইফ হাসান।

তবে তিনি উইকেটে থিতু হওয়ার পরও গিয়ার পরিবর্তন করতে পারেননি। সবমিলিয়ে ৩৫ বল খেলে ৪৫ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।

মিডল অর্ডারে ব্যর্থ আফিফ হোসেন। গোল্ডেন ডাক খেয়েছেন এই ইনফর্ম ব্যাটার।

আজও ভালো শুরু করেছিলেন নুরুল হাসান সোহান।
তবে পরিস্থিতি অনুযায়ী রানের গতি বাড়াতে পারেননি। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩৩ রান।
ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া রাকিবুল হাসান ৪ রানের বেশি করতে পারেননি।

রাকিবুলের পর উইকেটে আসা ইয়াসির আলি দারুণ ব্যাটিং করেছেন। উইকেটে থিতু হতে কিছুটা সময় নিলেও শেষ দিকে সেটা পুষিয়ে দিয়েছেন।
সাজঘরে ফেরার আগে ২ চার ও সমান সংখ্যক ছক্কায় ১৭ বলে করেছেন ২৯ রান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy