১৪ মিনিটে কেইনের হ্যাটট্রিকে বড় জয়ে মৌসুম শুরু বায়ার্নের
১৪ মিনিটে হ্যারি কেইনের দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয়ে নতুন মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউনিখ। তার তিনটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
কেইনের জ্বলে ওঠার রাতে আরবি লাইপজিগকে ৬–০ গোলে বিধ্বস্ত করে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
কেইনের হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল করেন মাইকেল ওলিস ও একটি গোল লিভারপুল থেকে বায়ার্নে আসা লুইস দিয়াজের।
৬৪ থেকে ৭৭—এই ১৪ মিনিটে হ্যাটট্রিক করেন কেইন।
১৯৭১ সালের পর এত অল্প সময়ে মৌসুমের প্রথম ম্যাচে কেউ তিন গোল করেননি।
সে বছর ১৪ আগস্ট শালকের কিংবদন্তি ক্লাউস ফিশার হ্যানোভারের বিপক্ষে চার গোল করেছিলেন, যার মধ্যে শেষ তিনটি গোল এসেছিল মাত্র ১২ মিনিটে।