এশিয়া কাপ হকিতে শেষ মুহূর্তে এসে জায়গা পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের সূচিও হয়ে গেছে। বাংলাদেশের অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে।
এএইচএফ কাপে ওমানের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ হকি দল। এতে প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়া কাপ হকি থেকে ছিটকে যায়।
অথচ তাদেরকে হারানো সেই ওমানের নাম দেখা যায়নি আজ (মঙ্গলবার) প্রকাশিত এশিয়া কাপ হকির ফিকশ্চারে।
ওমান এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। তাদের জায়গায় খেলছে কাজাখস্তান।
এদিকে, ওমানের মতো পাকিস্তানও টুর্নামেন্টটি থেকে নাম প্রত্যাহার করেছে। এতে গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পায় এএইচএফ কাপে তৃতীয় হওয়ায়।
এ ছাড়া এএইচএফ কাপ চ্যাম্পিয়ন হয়েও ওমান না থাকায় চতুর্থ স্থানে থাকা কাজাখস্তান এবার এশিয়া কাপ খেলছে।
দুটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রতিযোগী আটটি দলকে। বাংলাদেশের গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ছাড়াও আছে মালয়েশিয়া ও চাইনিজ তাইপে।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (২৯) চেয়ে পিছিয়ে শুধু চাইনিজ তাইপে (৩৮)।
২৯ আগস্ট টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২০২৩ সালে সবশেষ এশিয়া কাপে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোরিয়ানরা।
পরদিন বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। একদিন বিরতি নিয়ে ১ সেপ্টেম্বর শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
অপর গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত, জাপান, চীন ও কাজাখস্তান।
ভারতের বিহার প্রদেশের রাজগীর শহরের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে আগামী বছর নেদারল্যান্ডস-বেলজিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপে।
পরবর্তী পাঁচ দল খেলবে বিশ্বকাপ বাছাই। মূলত সেটাই লক্ষ্য বাংলাদেশের। ১০ দিনের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর।