খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৩০শে আগস্ট ২০২৫

ফুটবলারদের ছাড়তে কিংসের প্রতি অনুরোধ বাফুফের

বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা নেপাল সফর সামনে রেখে ক্যাম্প শুরু করেছেন। কিন্তু বসুন্ধরা কিংস তাদের ফুটবলারদের এখনও ছাড়েনি। ফলে প্রস্তুতিও হচ্ছে না ঠিকঠাক।
ফুটবলারদের ছাড়তে কিংসের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফিফা উইন্ডোতে সেপ্টেম্বরে বাংলাদেশ নেপালের কাঠমান্ডুতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে।

ঐ প্রীতি ম্যাচের জন্য বসুন্ধরা কিংস জাতীয় দলে ডাক পাওয়া ১০ জন ফুটবলারকে ছাড়েনি।
এতে বাধ্য হয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ১৪ জন ফুটবলার নিয়ে অনুশীলন করছেন। উদ্ভুত পরিস্থিতিতে বাফুফের জাতীয় দল কমিটি জরুরি সভায় বসেছিল।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল স্বয়ং।
এই কমিটির ডেপুটি চেয়ারম্যান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। যিনি আবার বসুন্ধরা কিংসেরও সভাপতি।

আজকের সভায় তিনি সশরীরে কিংবা অনলাইন কোনো মাধ্যমেই যুক্ত হননি। ঘন্টা খানেকের সভায় বসুন্ধরা কিংসকে খেলোয়াড় ছাড়ার অনুরোধ করে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।

বাফুফে সভাপতি জাতীয় দল কমিটির চেয়ারম্যান হিসেবে ব্রিফ করার জন্য ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা।
তিনি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলামকে ব্রিফ করতে বলেন। বাফুফে নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান বাবু বলেন,

‘আমাদের সহকর্মী ইমরুল ভাই, ক্লাবের ম্যানেজারকে আমরা ফোনে পাইনি। আমরা বসুন্ধরা কিংসকে দেশের ফুটবলের স্বার্থে আজ রাতে কিংবা আগামীকাল সকালে জাতীয় দলে খেলোয়াড় দ্রুততম সময়ের মধ্যে ছাড়ার জন্য অনুরোধ করব। চিঠির কি উত্তর আসে এর প্রেক্ষিতে আবার ৩-৪ দিন পর আবার আমরা জাতীয় দল কমিটির জরুরি সভায় বসব।’

বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক বাফুফে সাধারণ সম্পাদক বরাবর চিঠিতে প্রাক মৌসুম প্রস্তুতি ও ফুটবলারদের ইনজুরি ঝুঁকি এড়াতে খেলোয়াড় না ছাড়ার বিষয়টি উল্লেখ করেছেন।

ফুটবলারদের ছাড়তে কিংসের প্রতি অনুরোধ বাফুফের

৩-৪ দিন পরও যদি বসুন্ধরা কিংস সেই অবস্থানে অনড় থাকে তখন কি হবে? এমন প্রশ্নের উত্তরে বাবু বলেন,

‘এই ৩-৪ দিন অনুশীলন চলবে। আমরা আশাবাদী ইতিবাচক কিছু হওয়ার। এরপরও প্রয়োজনে আমরা আবার মিটিং করব। নেপালে ম্যাচ বাতিলের কোনো সম্ভাবনা নেই।’

জাতীয় দলে আন্তর্জাতিক ফুটবলের ৭২ ঘন্টা আগে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য।
ফুটবলাঙ্গনে সবাই এটি জানলেও মিডিয়া কমিটির চেয়ারম্যান আজ কয়েকবার এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলেও এড়িয়ে গেছেন। তবে তিনি বলেছেন,

‘আজকের মিটিংয়ে ফিফার নিয়ম, বিগত সময়ে জাতীয় দল, অ-২৩, অ-২০ পর্যায়েও তাদের খেলোয়াড় না ছাড়ার ঘটনা আলোচনা হয়েছে।’

বসুন্ধরা কিংস জাতীয় দলে খেলোয়াড় না ছাড়লে বাহরাইনে অ-২৩ দলে তিন জন খেলোয়াড় ঠিকই ছেড়েছেন।
আগামীকাল জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy