খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫

আজ সন্ধ্যায় বাংলাদেশ-নেপালের অঘোষিত ফাইনাল

সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ না থাকলেও আজ (২১ জুলাই, সোমবার) বাংলাদেশ-নেপালের ম্যাচটি অঘোষিত ফাইনাল হিসেবেই রূপ নিয়েছে।
সন্ধ্যা ৭টায় কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। বৃষ্টিতে মাঠ অনুপযুক্ত থাকায় ছয়টি ম্যাচ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে হয়েছে।
মাঠের অবস্থার উন্নতি হওয়ায় আবারও টুর্নামেন্টটির অঘোষিত ফাইনাল ম্যাচটি হবে কিংস অ্যারেনায়। 

চলমান বয়সভিত্তিক সাফে পাঁচ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১৫। সমান ম্যাচে নেপালের পয়েন্ট ১২। আজ বাংলাদেশ ড্র করলেও চ্যাম্পিয়ন।

নেপাল বাংলাদেশকে হারালে দুই দলের সমান ১৫ পয়েন্ট হবে। তখন বিবেচনায় আসবে নানা হিসাব-নিকাশ।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী হেড টু হেড বিবেচনা হবে। নেপাল এক গোলের ব্যবধানে জিতলে সমান হবে দুই দলের হেড টু হেড গোল ব্যবধান।
তখন গ্রুপের সব ম্যাচের গোল ব্যবধান বিবেচনায় নেপাল এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে।

সাফ অ-২০ নারী টুর্নামেন্টে গত আসরে লঙ্কাকাণ্ড ঘটেছিল। ১১ টাইব্রেকার শট নেওয়ার পরও সমতা ছিল খেলায়।

তখন আকস্মিকভাবে ম্যাচ কমিশনার টস করেন। এতে ভারত জিতে শিরোপার উল্লাসে মাতে।
পরবর্তীতে আপত্তি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত দুই দলকে ট্রফি ভাগাভাগি করা হয়। তবে এতেও আপত্তি ছিল ভারতের।

আজ সন্ধ্যায় বাংলাদেশ-নেপালের অঘোষিত ফাইনাল

সাফের চলতি আসরের বাইলজেও খানিকটা জটিলতা রয়েছে।
হেড টু হেডে সব সমান থাকলে এক অনুচ্ছেদে সেমিকোলন দিয়ে ‘টাইব্রেকার’ উল্লেখ রয়েছে, এর দ্বারা বোঝায় দুই দলের মধ্যে পেনাল্টি শ্যুট আউট।

কিন্তু সাফ সচিবালয়ের ব্যাখ্যা– এই টাইব্রেকার দিয়ে দুই দলের মধ্যে সমতা নিয়ম ভাঙার বিষয় বোঝানো হয়েছে।

বাংলাদেশ কোনো জটিল সমীকরণে যেতে চায় না। নেপালকে আরেকবার হারিয়ে শিরোপা উদযাপন করতে চায় স্বাগতিকরা।

গত তিন ম্যাচে পুরো শক্তির একাদশ শুরু থেকে খেলাননি কোচ বাটলার। আজ হয়তো তিনি নেপালের বিপক্ষে পূর্ণাঙ্গ শক্তি নিয়েই নামবেন।
তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরবেন বাংলাদেশের অন্যতম সেরা ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। গত আসরে তিনি সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy