প্রথমবার বিদেশি লিগে দুই ফরোয়ার্ড তহুরা-শামসুন্নাহার
জাতীয় দলের হয়ে আলো ছড়িয়ে প্রথমবার বিদেশি লিগে ডাক পেয়েছেন দুই ফরোয়ার্ড তহুরা-শামসুন্নাহার।
তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র দুজনেই আজ (২১ জুলাই, সোমবার) সকালে ভুটানের লিগে খেলতে রওনা দিয়েছেন।
দিন কয়েক আগে মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বল পায়ে দ্যুতি ছড়ান বাংলাদেশের দুই ফরোয়ার্ড তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। দুজন মিলে করেন ছয় গোল।
অবশেষে তাদের বিদেশের লিগে খেলতে না পারার আক্ষেপ ঘুচল। এবার প্রথমবার তাঁরা যাচ্ছেন বিদেশি লিগ মাতাতে।
দুজনই দেশটির নারী ফুটবল লিগে রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলবেন।
প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়ে আনন্দিত তহুরা বলেন,
‘খুব ভালো লাগছে। চেষ্টা করব পারফর্ম করতে এবং লিগের অভিজ্ঞতাগুলো পরবর্তী সময়ে দেশের জন্য কাজে লাগাতে।’
তহুরা-শামসুন্নাহার যোগ দিলে ভুটানের লিগে খেলা বাংলাদেশি নারী ফুটবলারের সংখ্যা দাঁড়াবে ১২।
-বর্তমানে থিম্পু সিটিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।
-পারো এফসিতে সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া।
-আর ট্রান্সপোর্ট ইউনাইটেডে ডিফেন্ডার মাসুরা পারভীন, গোলকিপার রুপনা চাকমা ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী।
