গ্লোবাল লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরের স্কোয়াড ঘোষণা
গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) জন্য স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্টে।
প্রথম আসরের শিরোপা জেতা রংপুরকে এবারও নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ নুরুল হাসান।
দলে আছেন প্রথম আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য সরকার। গত আসরে ৫ ম্যাচে ২ ফিফটিতে ১৮৮ রান করেছিলেন সৌম্য।
বাঁহাতি এই ওপেনার দলে থাকলেও নেই স্পিনার মেহেদী হাসান। গত আসরে রংপুরের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৮ উইকেট নেন এই স্পিনার।