পেনাল্টি মিসে আল-হিলালে আটকাল রিয়াল মাদ্রিদ
সৌদি প্রো লিগের ক্লাব বলে আন্ডারডগ ভাবা হচ্ছিল আল-হিলালকে। তবে তারা যে একদম পুচকে কোন শক্তি নয় তা বুঝিয়ে দিল রিয়াল মাদ্রিদকে।
ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পেনাল্টি মিসে আল-হিলালে আটকাল স্প্যানিশ জায়ান্ট রিয়াল।
রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে জাবি আলোনসোর শুরুটা প্রত্যাশামতো হলো না।
যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপে কাল রাতে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল।
জয়ের সুযোগ কিন্তু পেয়েছিল মাদ্রিদের ক্লাবটি। শেষ দিকে ফেদেরিকো ভালভের্দে পেনাল্টি মিস করায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় আলোনসোর দলকে।
জ্বরে ভোগায় এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামা রিয়ালকে ভালোই পরীক্ষা দিতে হয় আল হিলালের বিপক্ষে।
নতুন কোচ আলোনসো পয়েন্ট ভাগাভাগি শেষে বলেছেন, ‘কিছু বিষয় ঠিক করতে হবে।’ তবে পুরো পয়েন্ট তুলে নিতে না পারার হতাশা নিশ্চয়ই পোড়াবে আলোনসোকে।