বাংলাদেশ সিরিজে সেঞ্চুরির পর র্যাঙ্কিংয়ে ২১০ ধাপ এগোলেন হারিস
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা পাকিস্তানের মোহাম্মদ হারিস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন। আজ আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২১০ ধাপ এগিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
একই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা পিছিয়ে পড়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ৪০-এ নেই।
তবে, দলের এমন বাজে পরিস্থিতিতেও ব্যতিক্রম ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তাদের দুজনের এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন হারিস। তার আগে খেলেছিলেন ৪১ আর ৩১ রানের ইনিংস। ১৬৭ নিয়ে তিনি বনেছেন সিরিজের সেরা ব্যাটার।
এমন পারফর্ম্যান্সের পর তিনি ২১০ ধাপ এগিয়েছেন আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। তিনি এখন আছেন ৩০তম অবস্থানে।
হারিসের মতো না হলেও মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ নওয়াজ বড় লাফই দিয়েছেন। ১২১ রান করেছেন ১৯৮ স্ট্রাইক রেটে। তিনি ৫৭ ধাপ এগিয়ে চলে এসেছেন ৪৫তম অবস্থানে।
এই সিরিজ থেকে পাক অধিনায়ক সালমান আলী আগাও এগিয়েছেন বেশ। ৪২ ধাপ এগিয়ে তিনি চলে এসেছেন ৭৫তম অবস্থানে।
এই পাকিস্তান সফরে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ।
গত সপ্তাহে ৩৪ নম্বরে থাকা তাওহিদ হৃদয় সাত ধাপ পিছিয়ে ৪১ নম্বরে নেমে গেছেন। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস পিছিয়েছেন এক ধাপ, তাঁর অবস্থান এখন ৫১-এ। সাত ধাপ পিছিয়ে ৬৬ নম্বরে নেমেছেন নাজমুল হোসেন।
তবে বলার মতো এগিয়েছেন পাকিস্তানে ভালো করা দুই ব্যাটসম্যান তানজিদ হাসান ও পারভেজ হোসেন। সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৬ রান ওপেনার তানজিদ ২৮ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ারসেরা ৫৩ নম্বরে।
শেষ ম্যাচে ৬৬ রান করা আরেক ওপেনার পারভেজ হোসেনও ২৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯৫ নম্বরে। তাঁরও এটা ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থান। এ ছাড়া তিন ধাপ এগিয়ে ৬৮ নম্বরে উঠেছেন জাকের আলী।
বোলিংয়ে শীর্ষ ১০০-তে থাকা বাংলাদেশের সাত বোলারই পিছিয়েছেন। অফ স্পিনার শেখ মেহেদী হাসান তিন ধাপ পিছিয়ে নেমেছেন ২২-এ।
সিরিজে না থাকা পেসার তাসকিনও তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৪-এ, মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়েছে নেমেছেন ২৬-এ। লেগ স্পিনার রিশাদ হোসেন নয় ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৯ নম্বরে।
পেসার হাসান মাহমুদ পিছিয়েছেন আট ধাপ (৩৫)। আরেক পেসার তানজিম হাসান এক ধাপ অবনমিত হয়েছেন, তিনি আছেন ৪৩-এ। শরীফুল তিন ধাপ পিছিয়েছেন (৭৫)।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর ব্যাটসম্যান বাবর আজম এখন আর এই সংস্করণে পাকিস্তান দলে নেই। সাবেক অধিনায়ককে ছাড়া এ বছর আটটি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তান। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে।
আট বছর পর শীর্ষ দশের বাইরে চলে গেছেন বাবর। সর্বশেষ র্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমেছেন বাবর।
র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ক্রিকেটারঃ
- টি-টোয়েন্টি ব্যাটিংয়ে এক নম্বর অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
- তাঁর থেকে ২৭ পয়েন্ট পিছিয়ে দুইয়ে ভারতের অভিষেক শর্মা।
- বোলিংয়ে সবার ওপরে নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।
- ১৬ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন।
- টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার ভারতের হার্দিক পান্ডিয়া।
- ৪২ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।