খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ২১শে মে ২০২৫

কর্দমাক্ত মাঠে কিংসের গোলবন্যা; মোহামেডানের বাকি ৭২ মিনিট বুধবার

ঘরোয়া ফুটবলের চলতি মৌসুম প্রাকৃতিক কারণে ভালোই ভোগান্তিতে পড়েছে। আজ (২০ মে, মঙ্গলবার) কুমিল্লায় প্রিমিয়ার ফুটবল লিগে কর্দমাক্ত মাঠে মোহামেডান ও রহমতগঞ্জের ম্যাচে মাত্র ১৮ মিনিট খেলা হয়েছে।
দুই দলের সম্মতিতে আগামীকাল বুধবার দুপুর ১টায় বাকি অংশ (৭২ মিনিট) অনুষ্ঠিত হবে। এর আগে
ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনালে অতিরিক্ত সময়ের ১৫ মিনিটের খেলা হয়েছে সাতদিন পর।

ম্যাচের ১৮ মিনিট পর্যন্ত খেলা হয়েছিল। ওই সময় পর্যন্ত মোহামেডান এগিয়ে ছিল ২-১ গোলে। গত রাউন্ডে ঢাকা আবাহনী ফর্টিজের কাছে হারের পরই মোহামেডানের লিগ শিরোপা নিশ্চিত হয়।

আজ চ্যাম্পিয়ন হয়েই মোহামেডান মাঠে নেমেছিল। বৃষ্টি, বজ্রপাত এবং আলোকস্বল্পতা সব মিলিয়ে ১৮ মিনিটের পর খেলা স্থগিত হয়ে যায়, এরপর আর শুরু করা যায়নি।

কুমিল্লা ভেন্যুতে বৈরী আবহাওয়ায় খেলা আর শুরু করা না গেলেও গাজীপুরে কর্দমাক্ত মাঠে বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেন্সের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দেশের সর্বোচ্চ স্তরের খেলা এমন মাঠে হওয়ার অনুপযুক্ত ছিল। মাঠের অনেক জায়গায় জমে ছিল পানি। কাদায় খেলোয়াড়রা অসংখ্যবার শারীরিক ভারসাম্য হারিয়েছেন।
এমন মাঠেও বসুন্ধরা কিংস ৭ গোল দিয়েছে। কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন একাই করেছেন চার গোল।

কর্দমাক্ত মাঠে কিংসের গোলবন্যা; মোহামেডানের বাকি ৭২ মিনিট বুধবার

প্রথমার্ধের ২২ মিনিটে প্রথম গোল করেছিলেন রাকিব। এরপর দ্বিতীয়ার্ধে ৬৮ ও ৭৭ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৮৮ মিনিটে করেন চতুর্থ গোল।
এ ছাড়া কিংসের পক্ষে আসরার গফুরভ, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম একটি করে গোল করেন।

ফকিরেরপুলের শান্ত টুডু ও তিতাস দাসের গোলে পরাজয়ের ব্যবধান কমে ৭-২ এ নেমে আসে।
এই জয়ে বসুন্ধরা কিংস ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আবাহনীর সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। আবাহনী অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৫-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। এই হারে ওয়ান্ডারার্সের অবনমন প্রায় নিশ্চিত হয়ে যায়। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ১০।

সমান ম্যাচে ফকিরেরপুলের ১৬ পয়েন্ট। ওয়ান্ডারার্সকে অবনমন এড়াতে হলে পরের দুই ম্যাচ জিততে হবে, পাশাপাশি ফকিরেরপুলকে হারতে হবে। দুই দলের পয়েন্ট সমান হলে তখন প্লে-অফে রেলিগেশন নির্ধারিত হবে।
ফকিরেরপুল এক পয়েন্ট পেলেই অথবা ওয়ান্ডারার্স ড্র করলেই অবনমিত হবে তারা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy