খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ৯ই মে ২০২৫

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, স্থগিত নাহিদদের ম্যাচ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের নিকটবর্তী এলাকায় বিধ্বস্ত হয়েছে একটি ভারতীয় ড্রোন।
নিরাপত্তা ঝুঁকিতে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ স্থগিত হয়েছে। 

আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি এবং করাচি কিংসের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। পেশোয়ারের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা।
কিন্তু স্থানীয় সময় সকালের দিকে আচমকা স্টেডিয়াম চত্ত্বরে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, স্থগিত নাহিদদের ম্যাচ

ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আপাতত আর পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না। শোনা যাচ্ছে, পিএসএলের বাকি সব ম্যাচ করাচি স্টেডিয়ামে হতে পারে।
পিএসএল নিয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আল-জাজিরার প্রতিবেদন বলছে,

ভারত থেকে বৃহস্পতিবার সকালে পাকিস্তানের বিভিন্ন শহরে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। যার অন্তত তিনটির লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডি। পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরও অবস্থিত এ শহরে।

জানা গেছে, ড্রোনগুলোর একটি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে থাকা একটি খাবারের দোকান এলাকায় আঘাত হানে।
পিএসএলে অংশ নেওয়া ৬ দলের মধ্যে পাঁচ ফ্র্যাঞ্চাইজিই বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে।

পিএসএলের ফাইনাল ১৮ই মে লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে টুর্নামেন্টটির বাকি ম্যাচগুলো দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে স্থানান্তর করা হতে পারে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার গত কয়েক সপ্তাহের চলমান উত্তেজনা ইতিমধ্যে সংঘাতে রূপ নিয়েছে।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, স্থগিত নাহিদদের ম্যাচ

বুধবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে আচমকা হামলা চালিয়েছে ভারত, পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানও।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। এমন উদ্বেগের মধ্যেই রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার ঘটনা ঘটল।

তাদের নিরাপত্তা ইস্যুতে বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,

‘গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সার্বক্ষণিক নজর রাখছে। পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও সুস্থতা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।’

চলমান পিএসএলে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি।

বোর্ড সভাপতি ফরুক আহমেদ ব্যক্তিগতভাবেও বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, যাতে খেলোয়াড়রা মানসিকভাবে শান্ত ও নিরাপদ বোধ করেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে বিসিবি, যাতে সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy