খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ৮ই মে ২০২৫

২৫ এপ্রিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলি খেলার ১১৬ তম আসর

আগামী ২৫ এপ্রিল (১২ই বৈশাখ) চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলি খেলার ১১৬ তম জমজমাট আসর অনুষ্ঠিত হবে।

ঐতিহাসিক লালদীঘি ময়দানে ঐদিন শুক্রবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে দেশের জনপ্রিয় এই বলি খেলার প্রধান আর্কষণ কুস্তি প্রতিযোগিতা।

ঐতিহ্যবাহী এ বলি খেলা উপলক্ষে প্রতিবছরের মত এবারও ২৪, ২৫ ও ২৬ এপ্রিল (১১, ১২ এবং ১৩ বৈশাখ) লালদিঘী এলাকায় বসবে দেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা।

দেশের আলোচিত জব্বারে বলি খেলা এবং বৈশাখী মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে মেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আবদুল জব্বারের বলি খেলা চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে ওতোপ্রোত ভাবে জড়িয়ে গেছে। জব্বারের এই বলি খেলা এখন পুরো চট্টগ্রামবাসীর জন্যই একটি বিনোদনের অংশ।

এই বলি খেলা ও বৈশাখী মেলা সুন্দর ও সফল করতে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে সহায়তা করবেন বলে আশা করেন মরহুম আব্দুল জব্বার সওদাগরের পরিবারের সদস্যরা।

২৫ এপ্রিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলি খেলার ১১৬ তম আসর

তাই এবারের ঐতিহাসিক আবদুল জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলাকে ঘিরে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল এবং যানবাহন চলাচলের সুবিধার্থে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসানোর পরামর্শ দেয়া হয়েছে ।

একই সাথে দেশের ঐতিহ্যবাহী এবং আলোচিত এই বৈশাখী মেলাকে ঘিরে স্টল বিক্রি, দোকান বিক্রি, দখল, চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি দক্ষিণ মোহাম্মদ আলমগীর হোসেন, এডিসি মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন, এসি কোতোয়ালি মোহাম্মদ মাহফুজুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম।

আরও উপস্থিত ছিলেন তিনটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ যথাক্রমে- মনিরুল আলম খোরশেদ, মিজানুর রহমান চৌধুরী, রবিউল আলম।

মেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক ও মরহুম আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল, বলি খেলার প্রধান রেফারি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি, সাংবাদিক চৌধুরী ফরিদ, মেলা কমিটির সদস্য সংগঠক আলী হাসান রাজু, আকতার আনোয়ার চঞ্চল প্রমূখ।

২৫ এপ্রিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলি খেলার ১১৬ তম আসর

উল্লেখ্য, আজ থেকে প্রায় ১১৫ বছর আগে চট্টগ্রাম শহরের বদর পাতির বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবদুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে এই বলি খেলা শুরু করেন।

এরই ধারাবাহিকতায় সেই থেকে আজ পর্যন্ত প্রতিবছর ১২ই বৈশাখ (২৫ এপ্রিল) এই বলি খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার বলি খেলার আসর হবে ১১৬ তম

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy