ছয় বছর পর ‘নকআউট-জুজু’ হটিয়ে সেমিফাইনালে বার্সেলোনা
ডর্টমুন্ড ৩:১ বার্সেলোনা (দুই লেগ মিলিয়ে বার্সেলোনা ৫-৩ ব্যবধানে জয়ী)
এক দশক আগে শেষবার ইউরোপীয় ট্রফি জয়। আজ চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের সাথে ম্যাচের পর ছয় বছর পর সেমিফাইনালে উঠল বার্সেলোনা।
‘চোকার্স’ শব্দটা ক্রিকেটে খুব পরিচিত, যেখানে ডাকনামটা দক্ষিণ আফ্রিকার। কখনো নিজেদের ভুলে, কখনো ভাগ্যের বিড়ম্বনায় নকআউট এলেই মুখ থুবড়ে পড়ে দলটার।
যদি এই ডাকনামটাকে ফুটবলেও নিয়ে আসতে হয়, তাহলে এটা বার্সেলোনারই প্রাপ্য। শেষ দশ বছরে ইউরোপীয় মঞ্চে নিজেদের পারফর্ম্যান্স দিয়ে এটাই তো অর্জন করেছে দলটা।
ডর্টমুন্ড শট নিয়েছে ১৮টি, লক্ষ্যেই ছিল ১১টি।
বার্সেলোনা শটই নিয়েছে ৭টি, লক্ষ্যে মাত্র দুটি।
স্পষ্ট ব্যবধান গোলসংখ্যায়ও। ৩টির বিপরীতে ১টি। এত কিছুর পরও দিন শেষে হাসিমুখ বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ৪-০ ব্যবধানে জেতা বার্সা আজ বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে দ্বিতীয় লেগে হেরেছে ৩-১ গোলে।
তবে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। এক দশক আগে শেষবার ইউরোপীয় ট্রফি জেতা বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল ছয় বছর পর।