২৩ এপ্রিল রাঙামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের পর্দা উঠছে
পর্দা উঠছে বহু প্রতীক্ষিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর। রাঙ্গামাটি জেলা স্টেডিয়ামে ২৩ এপ্রিল (বুধবার) বিকেলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাঙ্গামাটি ও বান্দরবান জেলা দল।
ম্যাচের সার্বিক প্রস্তুতি ও করণীয় ঠিক করতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীনের সভাপতিত্বে এক সভা কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির আহবায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন শারমিন জাহান এবং সদস্য সচিব শাহনেওয়াজ রিটন ছাড়াও বিভাগের ১১ জেলার জেলা প্রশাসক ও তাদের প্রতিনিধিরা জুমে যুক্ত হন।
সভায় সবার সম্মতিক্রমে আগামী ২৩ এপ্রিল রাঙ্গামাটিতে উদ্বোধনী ম্যাচ বর্ণাঢ়্যভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্যে, এর আগে সব প্রস্তুতি নিয়েও রাষ্ট্রীয় নানা আয়োজন ও রোজার কারনে এ টুর্নামেন্ট পিছিয়ে যায়। টুর্নামেন্টে অংশ নিচ্ছে চট্টগ্রাম, তিন পার্বত্য জেলাসহ বিভাগের ১১ টি জেলা দল।