হার দিয়ে পিএসএল শুরু রিশাদের লাহোর কালান্দার্সের
রাওয়ালপিন্ডিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। যেখানে হার দিয়ে আসর শুরু হল রিশাদের দল লাহোর কালান্দার্সের।
শুক্রবার (১১ এপ্রিল) উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয় লাহোর কালান্দার্স। অবশ্য বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেনকে ছাড়াই লাহোর একাদশ সাজায়।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে তাদের দেওয়া ১৪০ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে পেরিয়েছে ইসলামাবাদ।
জয়ের নায়ক জেসন হোল্ডার ২৬ রানে ৪ উইকেট নিয়ে লাহোরকে একাই ধ্বসিয়ে দেন। ২৫ রানে ৩ উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দেন শাদাব খান।
লাহোরের হয়ে আব্দুল্লাহ শফিক করেন ৩৮ বলে সর্বোচ্চ ৬৬ রান। বিশোর্ধো ইনিংস আর কেবল সিকন্দার রাজার, ২১ বলে ২৩।
লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারেই আন্দ্রিস গুসকে হারালেও জয়ের পথেই ছিল ইসলামাবাদ। আরেক ওপেনার শাহিবজাদা ফারহার ২৪ বলে ২৫ রান করে ফিরলেও ৫৬ বলে অবিচ্ছিন্ন ৮০ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন কলিন মুনরো ও সালমান আলি আগা।
মুনরো ৪২ বলে ৫৯ রানে ও সালমান ৩৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।
এদিকে, রিশাদের অনুপস্থিতিতে লাহোরের একাদশে সুযোগ পাওয়া কোনো বিদেশিই ম্যাচে ভালো করতে পারেননি।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই তারকা ওপেনার ফখর জামানকে হারায় তারা। ৬ বলে মাত্র ১ রান করেন এই পাক ব্যাটার।
আরেক ওপেনার মোহাম্মদ নাঈমও আউট হয়ে যান ১১ বলে ৮ রান করে। ফলে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩৬ রান তুলতেই ২ উইকেট নেই লাহোরের।
এর আগে বেশ বর্ণাঢ্য আলোর রোশনাই ছড়িয়ে উদ্বোধন হয় পিএসএলের দশম আসরের। ম্যাচ শুরুর আগে সুফি সঙ্গীতের রানী আবিদা পারভিন, আলি জাফর ও নাতাশা বেগসহ জনপ্রিয় শিল্পীরা সুরমূর্ছনায় দর্শকদের বিমোহিত করেন।
উল্লেখ্য, গত জানুয়ারিতে অনুষ্ঠিত পিএসএল প্লেয়ার্স ড্রাফটে রিশাদকে ডায়মন্ড ক্যাটাগরি থেকে ৮৫ হাজার মার্কিন ডলারে দলে টানে লাহোর।
শুরুর একাদশে জায়গা পেতে রিশাদকে লড়তে হবে স্যাম বিলিংস, টম কারান, ড্যারিল মিচেল, কুসল পেরেরাম সিকন্দার রাজা ও ডেভিড ভিসাদের সঙ্গে। কারণ আইপিএল, বিপিএলের মতো পিএসএলেও একটি দল একাদশে সর্বোচ্চ ৪ বিদেশি রাখতে পারে।
পিএসএলের এবারের আসরে বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া অন্য দুই ক্রিকেটার হলেন লিটন কুমার দাস ও নাহিদ রানা।
উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন খেলবেন করাচি কিংসে, আলোচিত ফাস্ট বোলার নাহিদকে কিনেছে পেশোয়ার জালমি।
নাহিদের দলের লড়াই শুরু শনিবার। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হতে যাতে যাওয়া সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ কোয়েটা গ্লাডিয়েটর্স। একই দিন রাত ন’টার ম্যাচে ঘরের মাঠে লিটনদের প্রতিপক্ষ মুলতান সুলতানস।