লঙ্কা প্রিমিয়ার লিগে ৮ বাংলাদেশি ক্রিকেটারের নাম
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এর দ্বিতীয় আসর মাঠে গড়াবে চলতি বছর। ৫ ডিসেম্বর শুরু হয়ে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট শেষ হবে ২৩ ডিসেম্বর। এলপিএলের দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য ৬৯৯ জন আন্তর্জাতিক ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। যেখানে এলপিএল খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের ৮ জন ক্রিকেটার।
তারা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, মেহেদী হাসান, সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও এবাদত হোসেন।
বাংলাদেশের ৮ ক্রিকেটার প্লেয়ার্স ড্রাফটের তালিকায় থাকলেও টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে আছে অনিশ্চয়তার ঘোর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। তাই দলের নিয়মিত টেস্ট ও টি-টোয়েন্টির ক্রিকেটারদের তাই এলপিএলে খেলার সম্ভাবনা কম।
এবারের এলপিএলের জন্য ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলেছে প্লেয়ার্স ড্রাফটের নিবন্ধন। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি দল ৬ জন করে বিদেশি ক্রিকেটার স্কোয়াডে নিতে পারবেন। সেক্ষেত্রে ৫ দলে সুযোগ পাবেন সর্বসাকুল্য ৩০ জন ক্রিকেটার। যেখানে প্রতিটি দল প্রতি ম্যাচে ৪ জন বিদেশি খেলাতে পারবেন। টুর্নামেন্টের প্রতিটি দল ৬ বিদেশির পাশাপাশি স্থানীয় খেলয়াড় নিতে পারবে ১৪ জন।