বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ; স্বেচ্ছায় সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ
কেন্দ্রীয় চুক্তির তালিকায় সর্বোচ্চ গ্রেড ‘এ’ প্লাস ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ। ডানহাতি এই তারকা পেসার মাসিক বেতন পাবেন ১০ লাখ টাকা। ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন দুই লাখ টাকা।
এবারের কেন্দ্রীয় চুক্তিতে কাদের রাখা হবে, সেটা বেশ কিছুদিন আগেই ঠিক করে ফেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্ত করার আগে কয়েকটি বিষয়ে যাচাই করার কথা জানিয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কদিনের ব্যবধানে চূড়ান্তভাবে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি, যা সোমবার প্রকাশ করা হয়েছে।
এবারে কেন্দ্রীয় চুক্তিতে ২২ জন ক্রিকেটারকে রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি, সেভাবেই তালিকা চূড়ান্ত করা হয়। তবে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের নাম। কেন্ত্রীয় চুক্তিতে নিজের নাম না রাখার জন্য বিসিবিকে অনুরোধ জানিয়েছেন তিনি। মার্চ থেকে তিনি কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন না, ‘বি’ গ্রেপে ছিল তার নাম।
১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫; এক বছর মেয়াদী কেন্দ্রীয় চুক্তিতে আছেন ২২ জন ক্রিকেটার। সর্বোচ্চ গ্রেড ‘এ’ প্লাস ক্যাটাগরিতে আছেন একজন ক্রিকেটার, তিনি তাসকিন আহমেদ। ডানহাতি এই তারকা পেসার মাসিক বেতন পাবেন ১০ লাখ টাকা। কেন্দ্রীয় চুক্তিতে সর্বনিম্ন ক্যাটাগরি ‘ডি’, এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন দুই লাখ টাকা।
নানা বাস্তবতায় সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার ব্যাপারটি অনিশ্চিত। এ কারণে তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। গত বছরের কেন্দ্রীয় চুক্তির তিনটি ফরম্যাটেই ছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম, স্বভাবতই তার নাম নেই চুক্তিতে। এমনকি গত বছরই কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন অভিজ্ঞ এই ওপেনার।
কদিন আগে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়া মুশফিকুর রহিম আছেন ‘বি’ গ্রেডে। তার অবসরের সিদ্ধান্তের আগেই চূড়ান্ত হয় কেন্দ্রীয় চুক্তির তালিকা। দুটি ফরম্যাট খেলায় তাকে ‘এ’ গ্রেডে রাখা হয়েছিল। কিন্তু একটি ফরম্যাট থেকে বিদায় নেওয়ায় মার্চ থেকে মুশফিককে ‘বি’ গ্রেড ক্যাটাগরিতে জায়গা দিচ্ছে বিসিবি।
বিগত বছরগুলোতে সংস্করণভেদে ক্রিকেটারদের সঙ্গে ভিন্ন ভিন্ন চুক্তি করতো বিসিবি। এবার কাঠামো পাল্টে ‘এ প্লাস’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’- মোট পাঁচ ক্যাটাগরিতে রাখা হয়েছে ২১ ক্রিকেটারকে। গতির ঝড় তুলে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা নাহিদ রানা প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। ‘বি’ গ্রেড ক্যাটাগরিতে আছেন তিনি, তার মাসিক বেতন ৬ লাখ টাকা।
নাহিদ ছাড়াও এবার প্রথমবারের মতো চুক্তিতে জায়গা হয়েছে জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেনের। গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে বাদ পড়েছেন জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও নুরুল হাসান জয়। প্রথম তিন জন ছিলেন টেস্ট ক্যাটাগরিতে, সোহানের জায়গা হয় টি-টোয়েন্টি ফরম্যাটে।
২০২৫ সালের বিসিবি কেন্দ্রীয় চুক্তি
এ প্লাস (মাসিক বেতন ১০ লাখ): তাসকিন আহমেদ
এ (মাসিক বেতন লাখ): নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম (মার্চ থেকে বি ক্যাটাগরি)।
বি (মাসিক বেতন ৬ লাখ): মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ (ফেব্রুয়ারি পর্যন্ত), মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
সি (মাসিক বেতন ৪ লাখ): সাদমান ইসলাম অনিক, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান ও শেখ মেহেদি হাসান।
ডি (মাসিক বেতন ২ লাখ): নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।