সিজেকেএস এর সাবেক নির্বাহী সদস্য ও সীতাকুন্ড ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভট্টাচার্য আর নেই
বিশিষ্ট ক্রীড়া সংগঠক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাবেক নির্বাহী সদস্য, সীতাকুন্ড ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভট্টাচার্য আর নেই। ৪ মার্চ, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালে তিনি পরলোকগমন করেন।
তাঁর মৃত্যুতে এন স্পোর্টস পরিবার শোকাহত। গভীর শোক জানিয়েছেন এন স্পোর্টস এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসির এবং ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক তাজুল ইসলাম।
তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। শোক জানিয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা সভাপতি ও ইউএনও, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সকল কাউন্সিলর বৃন্দ, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সৈয়দ আবুল বশর ও হাফিজুর রহমান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাবেক সাধারণ সম্পাদক ড. সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস ক্লাব সমিতির আহ্বায়ক এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এম.শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস কাউন্সিলর ইয়াসির আরাফাত চৌধুরী, সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুল আলম খান সহ ক্রীড়া সংগঠক ও বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা।