আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় রদবদল
দীর্ঘ অপেক্ষার পর আজ থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। আর এদিনই ওয়ানডের নতুন হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম নম্বর ওয়ান ব্যাটসম্যানের জায়গা হারিয়েছেন। তার বদলে ভারতীয় ওপেনার শুভমান গিল এখন ওয়ানডের শীর্ষ ব্যাটার। অন্যদিকে, রশিদ খানকে সরিয়ে ফরম্যাটটিতে নম্বর ওয়ান বোলার হয়েছেন শ্রীলঙ্কার মহেশ থিকশানা।
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে করাচিতে আজ চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠেছে। সুখবর নিয়েই এই টুর্নামেন্টে আগামীকাল (বুধবার) নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে শুভমান গিলের ভারত। দুবাইয়ে তারা লড়বে বাংলাদেশের বিপক্ষে। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারায় ভারত। যেখানে গিল সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। ৮৬.৩৩ গড়ে ২৫৯ রান করেছেন এই ডানহাতি ওপেনার।
ব্যাট হাতে এমন দারুণ ফর্মই মূলত গিলকে দুই থেকে একে তুলে দিয়েছে। এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার ওয়ানডেতে নম্বর ওয়ান ব্যাটার হয়েছেন ২৫ বছর বয়সী এই ভারতীয় তারকা। অন্যদিকে, ব্যাট হাতে অধারাবাহিকতার কারণে বাবর আজম এক ধাপ নেমে দুইয়ে অবস্থান করছেন। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে তিনি বলার মতো রান পাননি। শীর্ষে থাকা গিলের রেটিং পয়েন্ট ৭৯৬ এবং বাবরের ৭৭৩। এরপর ব্যাটিং র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে যথাক্রমে আছেন রোহিত শর্মা, হেইনরিখ ক্লাসেন (এক ধাপ উন্নতি) ও ড্যারিল মিচেল (দুই ধাপ উন্নতি)।
এ ছাড়া ওয়ানডে ব্যাটারদের তালিকায় ৮ ধাপ এগিয়ে আট নম্বরে উঠেছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ৬ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উন্নীত হয়েছে পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সপ্তম কোনো লঙ্কান বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন স্পিনার থিকশানা। যার বদৌলতে এখন তিনি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার। যদিও তার লঙ্কানরা এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে পারেনি।
এই টুর্নামেন্টে আফগানিস্তান খেললেও, লম্বা সময় ধরে ওয়ানডে খেলা হয়নি রশিদ খানের। এই লেগস্পিনার ৬৬৯ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছেন দুইয়ে। শীর্ষে ওঠা থিকশানাও অবশ্য খুব বেশি (৬৮০ রেটিং) এগিয়ে নেই। ফলে চ্যাম্পিয়নস ট্রফিতেই ফের রশিদের শীর্ষস্থান দখলের সুযোগ থাকছে।
তাদের পর বোলারদের তালিকায় শীর্ষ পাঁচে আছেন যথাক্রমে নামিবিয়ার বার্নার্ড শোলজ, কুলদীপ যাদব (এক ধাপ উন্নতি) ও শাহিন আফ্রিদি (এক ধাপ অবনতি)। ৫ ধাপ এগিয়ে সাতে উঠেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।