খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ৩রা আগস্ট ২০২৫

বিদেশি সাংবাদিকদের প্রশ্নবানে শান্ত; আগ্রহের তুঙ্গে নাহিদ রানা

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে এই দুইদল।
ম্যাচে পূর্ব সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখান ভারতীয় সাংবাদিকদের থেকে আগ্রহের তুঙ্গে পেসার নাহিদ রানা। 

নড়বড়ে ব্যাটিং যদি বাংলাদেশের বড় দুর্বলতা হয়, তাহলে শক্তির জায়গা বলা যেতে পারে দলের পেস ব্যাটারি।
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এসেছে টাইগার পেসারদের প্রসঙ্গ। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন বিদেশি সাংবাদিকরা।

আগে সবার আগ্রহ থাকতো সাকিব আল হাসানকে নিয়ে। তবে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে নেই তিনি। সাকিবের সেই জায়গাটায় বোধহয় বসেছেন নাহিদ রানা।

সংবাদ সম্মেলনে সবার আগ্রহের তুঙ্গে ছিলেন টাইগার সেনসেশন নাহিদ।

গতিময় এই পেসারকে নিয়ে আলাদা করে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন ভারতসহ বিদেশি সাংবাদিকরা। সব প্রশ্নের উত্তরই দিয়েছেন অধিনায়ক শান্ত।

সাকিবকে প্রশ্ন এলো মাত্র একটি। সাকিবের না থাকা বাংলাদেশ দলের জন্য খারাপ হলো কি না, ভারতীয় এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শান্তর সংক্ষিপ্ত উত্তর, ‘জি না।’

বিদেশি সাংবাদিকদের প্রশ্নবানে শান্ত; আগ্রহের তুঙ্গে নাহিদ রানা

এরপর ভারতীয় সাংবাদিকদের প্রশ্নবান শুরু। তাদের ১৬-১৭টি প্রশ্নের অর্ধেকেই কোনো না কোনোভাবে এসেছে নাহিদ রানার নাম।

নাহিদকে নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন,

‘রানা অবশ্যই দেখেন যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।’

সবশেষ বিপিএলে টানা ম্যাচ খেলেছিলেন নাহিদ রানা। পরে দেখা গিয়েছিল প্রথম দিকের মতো বল হাতে গতি তুলতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। তবে বর্তমানে ঠিক আছেন রানা এমনটাই মনে করেন অধিনায়ক শান্ত।

তিনি বলছিলেন,

‘রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে। এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ও যদি কালকে খেলার সুযোগ পায় আমার মনে হয় যে ফ্রেশই থাকবে এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy