খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ১২ই মার্চ ২০২৫

কেমন হচ্ছে টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি?

চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের পর্দা উঠতে অপেক্ষা আর মাত্র কিছুদিনের। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠতে যাচ্ছে আসন্ন টুর্নামেন্টটির। আসরের দ্বিতীয় দিন তথা ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।

মূল পর্বের অভিযান শুরুর আগে আগামী ১৫ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন নাজমুল হোসেন শান্তরা। এমনটাই শোনা যাচ্ছে। এ ছাড়াও গুঞ্জন ছিল দুবাইয়ে ভারতের বিপক্ষে ঘাম ঝরানোর ম্যাচে মুখোমুখি হতে পারে টিম টাইগার্স। যদিও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মেগা ইভেন্টটিকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুরে ক্যাম্প করবে বাংলাদেশ দল। ইতোমধ্যে সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে কাজ শুরু করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ বেশ কয়েকজন খেলোয়াড়। এখনও যারা বিপিএলে খেলছেন, তারা পরবর্তীতে ক্যাম্পে যোগ দেবেন।

বিপিএল ফাইনালে ফরচুন বরিশাল জায়গা করে নিলেও, ফাইনালের একাদশে শান্তর সুযোগ পাবার সম্ভাবনা খুবই কম। এর আগে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, কম্বিনেশনের কারণে শান্তকে একাদশে সুযোগ দিতে পারছেন না তারা। ব্যাট হাতে ছন্দে নেই শান্ত। এজন্য সালাহউদ্দিনের অধীনে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

এরই মধ্যে ঢাকায় এসে বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ দেখেছেন প্রধান কোচ ফিল সিমন্স। আগামী শুক্রবার ঢাকায় আসার কথা রয়েছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। কোচিং স্টাফের বাকি সদস্যরা সরাসরি সংযুক্ত আরব আমিরাতে দলের সাথে যোগ দেবেন।

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy