এলিমিনেটর ম্যাচে আরও শক্তিশালী দল রংপুর-খুলনা
এবারের বিপিএলে দারুণ শুরু পেয়েছিল রংপুর রাইডার্স। প্রথম ৮ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে তারা। তবে শেষ ৪ ম্যাচ হেরে এলিমিনেটরে খেলতে হচ্ছে তাকে।
আজ দুপুরেই খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর। হারলেই বাদ, এমন সমীকরণের ম্যাচে নামার আগে শক্তি বৃদ্ধি করল দলটি।
পাকিস্তানের খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় রংপুরের স্কোয়াড কিছুটা দুর্বল হয়ে পড়ে।
তাদের শূন্যতা পূরণের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিধবংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্সকে দলে ভিড়িয়েছে রংপুর।
অন্যদিকে, দলের শক্তি বাড়াতে দুই ক্যারিবিয়ান ক্রিকেটারকে দলে ভেড়াচ্ছে খুলনা। খুলনা দলে যোগ দিচ্ছেন দুই ক্যারিবিয়ান তারকা শিমরান হেটমায়ার ও জেসন হোল্ডার। নিজেদের ফেসবুক পেইজে এই দুই তারকার দলে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।