খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫

দীর্ঘ ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয়

ক্যারিবিয়ান বোলারদের তান্ডবে ম্যাচের তৃতীয় দিনেই সমাপ্তি ঘটলো মুলতান টেস্টের। স্বাগতিকদের ১২০ রানে হারিয়ে ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্টে জয় পেয়েছে উইন্ডিজ। ২৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে যায় পাক শিবির।

সোমবার (২৭ জানুয়ারি) ৪ উইকেটে ৭৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। শুরুতেই ব্যক্তিগত ১৩ রানে সৌদ শাকিল ও ১ রান করা অপরাজিত ব্যাটার কাশিফ ফেরেন ক্যাচ আউটের ফাঁদে।

৩৯ রানের জুটি গড়ে ধাক্কা সামালের চেষ্টা চালান মোহাম্মদ রিজওয়ান ও আঘা সালমান। পার্টনারশিপ ভাঙ্গে ১৫ রানে সালমান সাজঘরে ফিরলে। স্কোরবোর্ডে ২৫ রান যুক্ত করে ফিরে যান রিজওয়ানও।

গুদাকেশ মোতির বলে ক্যাচ তুলে ফেরেন নোমান আলী। শেষ দিকে সাজিদ খান ফিরলে ৪৪ ওভারে ১৩৩ রানে অলআউট হয় পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ফাইফারের দেখা পেয়েছেন জোমেল ওয়ারিক্যান। সবশেষ ১৯৯০ সালের নভেম্বরে পাকিস্তানের মাটিতে টেস্ট জিতেছিল সফরকারীরা। ম্যাচটি হয়েছিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এক সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন স্পিনাররা। দুই টেস্ট মিলিয়ে স্পিনাররা নিয়েছেন মোট ৬৯ উইকেট। ভেঙেছেন ২০২১ সালে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ৬৭ উইকেটের রেকর্ড।

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ১৬৩ ও ২৪৪
পাকিস্তান : ১৫৪ ও ১৩৩
ফলাফল : ১২০ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচসেরা ও সিরিজসেরা : ওয়ারিক্যান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy