খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৬ই আগস্ট ২০২৫

আম্পায়ারদের বেতন কাঠামোতে পরিবর্তন, নারী আম্পায়াররা পেয়েছেন প্রাধান্য

বিপিএলের মাঝপথেই দেশের আম্পায়ারদের নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তার সুবাদে দেশের সর্বোচ্চ বেতনধারী আম্পায়ার এখন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

প্রথমবারের মতো নারী আম্পায়ারদের জন্য বেতন কাঠামো তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম ধাপে পাঁচজনকে বেতন কাঠামোতে যুক্ত করেছে বিসিবির আম্পায়ার্স কমিটি। ধীরে ধীরে সংখ্যাটা আরও বাড়ানোর আশা তাদের। প্রায় এক বছর আগে চারজন আম্পায়ার ও একজন ম্যাচ রেফারিকে আইসিসি প্যানেলভুক্ত করেছিল বিসিবি। এবার তাদেরই বেতন কাঠামোতে এনেছেন তারা।

আম্পায়ারদের মধ্যে সাথিরা জাকির, রোকেয়া সুলতানা, ডলি রানী ও চম্পা চাকমা এবং ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী এর আওতায় থাকবেন। তাদের মাসিক বেতন ধরা হয়েছে ৩০ হাজার টাকা। জেসিরা এরই মধ্যে দেশ-বিদেশে বেশ কয়েকটি ম্যাচ পরিচালনা করে নজর কেড়েছেন। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার দায়িত্বে আছেন জেসি।

আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা ৫ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমনদের বিভিন্ন গ্রেডে রেখে বেতন চূড়ান্ত করেছে বিসিবি। সবার ওপরে এ প্লাস ক্যাটাগরিতে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যার বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা।

এই তালিকায় সিনিয়র আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতন ১ লাখ। পরের ক্যাটাগরিতে আছেন গাজী সোহেল ও তানভীর আহমেদ। তাদের বেতন ঠিক করা হয়েছে ৯০ হাজার টাকা। মোর্শেদ আলী খান সুমন ঠিক পরের ক্যাটাগরিতে থেকে পাবেন মাসে ৭০ হাজার টাকা। এছাড়া বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন কাঠামো ধরা হয়েছে ৪৫ থেকে ৫৫ হাজার টাকা। সিনিয়র আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ৫৫ হাজার টাকা বেতন পাবেন।

এছাড়া আরেক ক্যাটাগরিতে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা এবং সর্বশেষ বিসিবি ইমার্জিং ক্যাটাগরিতে একদম নতুন আম্পায়ারদের জন্য মাসিক বরাদ্দ রাখা হয়েছে ২৫ হাজার টাকা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy