খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫

পারিশ্রমিক ইস্যুতে বন্ধ অনুশীলন, বিপাকে রাজশাহী ফ্র‍্যাঞ্চাইজি…!

বিপিএলের শুরু থেকেই দুর্বার রাজশাহীর অব্যবস্থাপনার কথা শোনা যাচ্ছিলো। পারিশ্রমিক না পাওয়ায় এবার বেঁকে বসলেন ক্রিকেটাররা। সকাল থেকে অনুশীলনের কথা থাকলেও তা বয়কট করেছেন তারা।

ঢাকা ও সিলেট ঘুরে এবার বন্দরনগরী চট্টগ্রামের মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। আগামী ১৬ জানুয়ারি চট্টগ্রাম পর্ব সামনে রেখে আজ (বুধবার) এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির তরফেও গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছিল। তবে হঠাৎ করেই সেই অনুশীলন বাতিল হয়ে গেছে। 

আজ (বুধবার) সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। তবে সকাল পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। হঠাৎ করে কেন অনুশীলন বাতিল করা হলো, খুঁজতে গিয়ে জানা গেল ভিন্ন কারণ। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন তারা।
ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এক ক্রিকেটার গণমাধ্যমকে জানান, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি। অবশ্য জানা গেছে, ২৫ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন কোচরা।

এদিকে, রাজশাহীর টিম ম্যানেজার মেহেরাব অপির সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। যদিও ম্যানেজমেন্টের তরফে আচমকা অনুশীলন পণ্ড হওয়ার ব্যাখ্যায় বিশ্রামের কথা বলা হচ্ছে।

এবারের বিপিএল মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় পারিশ্রমিক ইস্যু। টুর্নামেন্টের মাঝপথে এসেও বিষয়টির সুরাহা হয়নি। যদিও বিসিবি থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল, দ্রুতই তারা বিষয়টির মীমাংসা করবেন। ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছুটা সময় দেওয়ার পক্ষে ছিলেন তারা।

প্রসঙ্গত, বিপিএলে ফিরে খুব একটা চমক দেখাতে পারছে না রাজশাহী। ৬ ম্যাচে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদরা। চট্টগ্রাম পর্বে চারটি ম্যাচ খেলার কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy