এবার ইংল্যান্ডের সাদা বলেরও কোচ ম্যাককালাম
ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ব্র্যান্ড তৈরি করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। তার কোচিংয়ে উন্নতির শিখরে ওঠা এই ইংল্যান্ড দলের গায়ে লেগেছে ‘বাজবল’ তকমা। কিন্তু টেস্টের তুলনায় রঙিন পোশাকে ইংলিশদের উন্নতি সম্প্রতি দেখা যাচ্ছে না। সাদা বলেও তারা যেন একই পথে হাঁটে, সেজন্য ম্যাককালামের ওপরই তিন সংস্করণের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দুই বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্বে আছেন ম্যাককালাম। ভারত সফর ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ২০২৫ সালের জানুয়ারি থেকে সীমিত ওভারের দলেরও কোচ হবেন তিনি। আপাতত আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ ও বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারপ্রাপ্ত প্রধান কোচ থাকবেন মার্কাস ট্রেসকোথিক।
ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেছেন, ‘আমি আনন্দিত যে ব্রেন্ডন ইংল্যান্ডের সঙ্গে দুটো ভুমিকা পালনে রাজি হয়েছেন। আমি বিশ্বাস করি আমরা খুবই সৌভাগ্যবান যে তার মানের একজন কোচ ইংলিশ ক্রিকেটের প্রতি আন্তরিকভাবে দায়বদ্ধ হতে প্রস্তুত।’
তিন সংস্করণের দায়িত্ব পাওয়ার ঘোষণার পর ম্যাককালাম বলেছেন, ‘আমি টেস্ট দলের সঙ্গে আমার সময়টা পুরোপুরি উপভোগ করেছি এবং আমি সাদা বলের দলগুলোতেও নিজের অন্তর্ভুক্তিতে রোমাঞ্চিত। এই নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য আমি প্রস্তুত। ইতোমধ্যেই গড়ে ওঠা শক্ত ভিত আরও শক্তিশালী করতে আমি জস (বাটলার) ও তার দলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।’