অভিষেকে ওলমো গোল করে বার্সাকে জেতালেন
বার্সেলোনা বদলি দানি ওলমো ৮২তম মিনিটে গোল করলেন। তার লক্ষ্যভেদে কাতালানরা রায়ো ভায়েকানোর মাঠে জিতেছে ২-১ গোলে জিতেছে। মঙ্গলবার পিছিয়ে পড়েও জিতে লা লিগায় তিন ম্যাচ শেষে শতভাগ সাফল্য ধরে রাখলো তারা।
রায়ো প্রথমার্ধে আধিপত্য ধরে রেখে খেলেছে। নবম মিনিটে তারা এগিয়ে যায় উনাই লোপেজের স্ট্রাইকে। বিরতির পর প্রাণ সঞ্চার ফিরে পায় বার্সা। পেদ্রি কাউন্টার অ্যাটাক থেকে ৬০ মিনিটে সমতা ফেরান।
৭১তম মিনিটে ভাইয়েকানোর জালে বল পাঠান লেভানদোভস্কি, কিন্তু আক্রমণের শুরুতে জুল কুন্দে স্বাগতিকদের পেপ চাভারিয়াকে ফাউল করায় ভিএআরের সাহায্যে মনিটরে রিপ্লে দেখে গোল দেননি রেফারি।
৮২তম মিনিটে জয়সূচক গোলটি করে বার্সেলোনা। ডান দিকের বাইলাইনের কাছ থেকে ইয়ামালের কাটব্যাক বক্সে পান ওলমো। তার দুই পাশে ছিলেন প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়। এর মাঝ দিয়েই বাঁ পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সী তারকা। বার্সায় অভিষেক স্মরণীয় করে রাখেন ওলমো। বাঁকানো শটে জাল কাঁপান। বাকি সময়ে সুযোগ পায় দুই দলই, তবে জালের দেখা আর মেলেনি।
২০১৮ সালের পর এই প্রথম ভাইয়েকানোর মাঠে লা লিগার ম্যাচ জিততে পারল কাতালান দলটি।
এই জয়ে বার্সা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের চেয়ে ২ পয়েন্ট বেশি তাদের।