ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
স্বাগতিকদের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৫ ওভারেই দক্ষিণ আফ্রিকা ৬৭ রান সংগ্রহ করে ফেলে ১ উইকেট হারিয়ে। ১৮ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন রেজা হেনড্রিকস। রোমারিও শেফার্ডের বলে তার বিদায়ের পর খেই হারিয়ে ফেলে দলটি। অলআউট হয় ১৪৯ রানে, ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রেজা হেনড্রিকস।
হেনড্রিকস উদ্বোধনী জুটি গড়েছিলেন ৬৩ রানের রায়ান রিকেলটনের সঙ্গে। এরপর আর কেউই পারেননি ম্যাচ জেতানোর মতো উপযুক্ত ইনিংস খেলতে। সর্বোচ্চ ২৮ রান এসেছে ট্রিস্টান স্টাবসের ব্যাট থেকে।
এর আগে, দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণে ব্যাট করতে নেমে প্রথম ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১১ রান তোলার পর, শেষ ৬ ওভারে যোগ করে ৬৮ রান। ফলে তারা পায় ১৭৯ রানের বড় সংগ্রহ।
শাই হোপ দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ২২ বলে। ৩৫ রান আসে রভম্যান পাওয়েলের ব্যাট থেকে আর তৃতীয় সর্বোচ্চ রানা আসে ১৮ বলে ২৯ শেরফান রাদারফোর্ডের ব্যাটে।
টানা দুই ম্যাচ জিতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৯/৬ (আথানেজ ২৮, হোপ ৪১, পুরান ১৯, চেইস ৭, পাওয়েল ৩৫, রাদারফোর্ড ২৯, শেফার্ড ৯*, আকিল ৩*; ফোরটান ৩-০-৩১-০, উইলিয়ামস ৪-০-৩৬-৩, মাফাকা ৪-০-২৯-০, বার্টম্যান ৪-০-৩২-১, মার্করাম ২-০-২১-০, ক্রুগার ৩-০-২৯-২)।
দক্ষিণ আফ্রিকা: ১৯.৪ ওভারে ১৪৯ (রিকলটন ২০, হেনড্রিকস ৪৪, মার্করাম ১৯, স্টাবস ২৮, ফন ডাসেন ১৭, ফেরেইরা ৪, ক্রুগার ৬, ফোরটান ২, উইলিয়ামস ০, মাফাকা ৩, বার্টম্যান ১*; আকিল ৪-০-২৫-২, ফোর্ড ২.৫-০-২৫-১, চেইস ১-০-২৩-০ শামার ৪-০-৩১-৩, শেফার্ড ৪-০-১৫-৩, মোটি ৪-০-২৭-১,)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩০ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: রোমারিও শেফার্ড।