খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

কিংসে ফ্রান্সের ফুটবলার আর মোহামেডান আগের মতোই

ঐতিহ্যবাহী মোহামেডান সাধারণত সাড়ম্বরে দলবদল করে থাকে, সেটা যেই মানের দল করুক না কেন। কিন্তু এবার দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শুধু মোহামেডান নয়, অন্য দলগুলোও সাদামাটাভাবে শুধু খেলোয়াড়দের তালিকা বাফুফে ভবনে এসে দিয়ে গেছে। যদিও সাদা-কালো জার্সিধারীদের তালিকা জমা দেওয়ার সময় কিছু সমর্থক-কর্মকর্তারাও ছিলেন।

এখন পর্যন্ত সাতটি দল আসন্ন ঘরোয়া মৌসুমের জন্য নিবন্ধন বা দলবদল শেষ করেছে। আবাহনী লিমিটেড আগেই স্থানীয় খেলোয়াড়দের বড় অংশের নাম জমা দিয়েছিল। তবে বিদেশি খেলোয়াড় নেবে কিনা এখনও জানা যায়নি। মোহামেডান থেকে গতবার শাহরিয়ার ইমন, হাসান মুরাদরা বেরিয়ে যাওয়ার পর তাদের জায়গায় রাফি-রহিম-দীপুদের নিয়ে শক্তি জমাট করেছে। এছাড়া বিদেশি হিসেবে পরীক্ষিত দিয়াবাতে-মুজাফফরভ-টনিরা তো আছেনই।

তাই মোহামেডানের সফল কোচ আলফাজ আহমেদ আত্মবিশ্বাসী সুরে বলেছেন, ‘গতবার যারা চলে গেছে, তাদের জায়গায় সমান মানের খেলোয়াড় নিয়েছি। দলে কোনও ঘাটতি নেই। বিদেশি খেলোয়াড়ও আগে যারা ছিল, তাদের মধ্যে শুধু দিয়াবাতে-মুজাফফরভরা আছেন। বাকি যারা নতুন, তাদের মানও খারাপ নয়। সবমিলিয়ে ভারসাম্যপূর্ণ দল হয়েছে। গতবারের মতোই শক্তি নিয়ে মাঠে নামবো আমরা।’

গতবার প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছিল মোহামেডান। একটি টুর্নামেন্টের ট্রফিও পেয়েছিল। এবার তা ধরে রাখতে চাইছে দলটি। ৩৭ জন খেলোয়াড় দলভুক্ত করে কোচ বলেছেন, ‘লিগে চ্যাম্পিয়ন হতে পারলে ভালো লাগবে। তবে কঠিন। তারপরও শিরোপা না পেলে অন্তত রানার্সআপ পজিশনের জন্য খেলতে তো হবেই। এছাড়া অন্য দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চাই। এর জন্য মাঠের পারফরম্যান্সের সঙ্গে ভাগ্যও পাশে থাকতে হবে।’

গতবারের ট্রেবল জয়ী বসুন্ধরা কিংসের খেলোয়াড় তালিকায় খুব বেশি হেরফের হয়নি। ৩৪ জনের তালিকায় শুধু বেঞ্চে যারা ছিলেন, তাদের কেউ কেউ দল ছেড়েছেন। এর মধ্যে তৌহিদুল আলম সবুজ, বিপলু আহমেদ, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত উল্লেখযোগ্য। তাদের চমক বলতে শেখ জামাল থেকে আসা তরুণ ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। এছাড়া বিদেশি ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতনের বদলে ফ্রান্সের লিগ টুতে খেলা জারেদ খাসাকে নিয়েছে।

কিংসে ফিরেছেন গতবার আবাহনীতে খেলা ব্রাজিলিয়ান ফের্নান্দেজ। রবিনিয়ো-মিগেলরা তো আছেনই। এই দল নিয়ে অস্কার ব্রুজনের জায়গায় নতুন রোমানিয়ার কোচ তিতা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দলের খেলোয়াড় তালিকা আমি দেখেছি। আগামী সপ্তাহে কিংসে এসে দায়িত্ব নেবো। তখন বলতে পারবো খেলোয়াড়দের মান কেমন। তবে ঘরোয়া ফুটবলে সবকটি আসরেই আমরা ভালো ফল করতে চাই। আগের সাফল্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ।’

আবাহনী থেকে রহমতগঞ্জে এসেছেন নাবীব নেওয়াজ জীবন ও শহিদুল আলম সোহেল। এছাড়া চট্টগ্রাম আবাহনী থেকে রায়হান হাসান, শেখ জামাল থেকে নিহাত জামান উচ্ছ্বাস ও মেরাজ হোসেন অপি যোগ দিয়েছেন। রয়েছেন ৫ বিদেশি খেলোয়াড়ও।

এছাড়া দলবদলে এসেছে পুলিশ এফসি ও ইয়ংমেন্স ফকিরেরপুল। এবার শেখ জামাল ও শেখ রাসেল খেলবে না বলে আগেই জানিয়েছে। এখন রাত পর্যন্ত অপেক্ষা বাকিদলগুলোর জন্য।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy