বনিবনা না হওয়ায় কোনো ক্লাবেই নেই জামাল
নাটকীয়তার মধ্য দিয়েই গতকাল (বৃহস্পতিবার) শেষ হয়েছে ২০২৪-২৫ মৌসুমের দলবদল। দশটি ক্লাব সম্পন্ন করেছে দলবদলের কার্যক্রম। কিন্তু কোনো ক্লাবের খেলোয়াড় তালিকায় নেই জামাল ভুঁইয়ার নাম। সেক্ষেত্রে এ মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দেখা যাবে না জাতীয় দলের অধিনায়ককে।
গত মৌসুমের দ্বিতীয় পর্বে আবাহনীর হয়ে খেলেছিলেন জামাল। এ মৌসুমেও তার আকাশি-নীল জার্সিতেই থেকে যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে আবাহনী তাকে রাখেনি। দলবদলের শেষ দিকে এসে ব্রাদার্স ইউনিয়নও চেয়েছিল জামালকে কিন্তু শেষ পর্যন্ত আর্থিক বনিবনা না হওয়ায় ব্রাদার্সও তাকে নিতে পারেনি।
এখন তাহলে কোথায় খেলবেন জামাল? এ ব্যাপারে জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
রাজনৈতিক পট পরিবর্তনে আবাহনীর দল গড়া নিয়েই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত তারা বিদেশি ছাড়া দল গড়েছে। দলবদলের শেষ দিনে ৩২ জন খেলোয়াড়ের তালিকা জমা দিয়েছে ক্লাবটি। একদম শেষ মুহূর্তে দলবদল সেরেছে চট্টগ্রাম আবাহনী ও নবাগত ওয়ান্ডারার্স ক্লাব।এর আগে বসুন্ধরা কিংস, মোহামেডানসহ ফর্টিস এফসি, রহমতগঞ্জ, পুলিশ এফসি, ফকিরেরপুল দলবদল সম্পন্ন করে।