ব্রুক ও স্মিথের ফিফটিতে ইংল্যান্ডের লিড
শ্রীলঙ্কার মতো ইংল্যান্ডও প্রথম ইনিংসের শুরুতে ধাক্কা খেয়েছিল। তবে মিডল অর্ডারের প্রতিরোধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। হ্যারি ব্রুক ও জেমি স্মিথের হাফ সেঞ্চুরিতে ২৩ রানের লিড নিয়ে ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ইংলিশরা।
ভেজা মাঠ আর বৃষ্টি ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোটাই ভাসিয়ে দেয়।
শ্রীলঙ্কার ২৩৬ রানের জবাবে বিনা উইকেটে ২২ রানে বৃহস্পতিবারের খেলা শুরু করে ইংল্যান্ড। শ্রীলঙ্কার মতো তাদের টপ অর্ডারও তছনছ হয়ে পড়ে। দিনের তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন আসিথা ফার্নান্ডো। বেন ডাকেট (১৮) হন এলবিডব্লিউ। ড্যান লরেন্সের সঙ্গে তার জুটি নতুন দিনে ৮ রান যোগ করতে পেরেছিল।
আসিথা তার পরের ওভারে অধিনায়ক ওলি পোপকে (৬) বোল্ড করেন। জো রুটকে নিয়ে লরেন্স এই ধাক্কা সামাল দেওয়ার আভাস দিতেই বিদায় নেন। ৩৯ বলে ৩০ রান করে বিশ্ব ফার্নান্ডোর শিকার হন তিনি।
৬৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। সহঅধিনায়ক হ্যারি ব্রুক ও রুট শক্ত হাতে বিপদ সামলে নেন। চতুর্থ উইকেটে তারা পঞ্চাশ ছোঁন ৫৮ বল খেলে। তারপর আর বেশিদূর এগোয়নি। ৫৮ রানের জুটি ভেঙে যায় রুটের পতনে। ৪২ রানে তাকে প্যাভিলিয়নে পাঠান আসিথা।
ধুঁকলেও চা বিরতির আগে ৫৯ বলে হাফ সেঞ্চুরি করেন ব্রুক। জেমি স্মিথের সঙ্গেও পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন তিনি। ৬২ রানের জুটি ভেঙে দেন প্রবাথ জয়াসুরিয়া। ৭৩ বলে ৫৬ রানে বোল্ড হন ব্রুক।
স্মিথ ও ক্রিস ওকস মিলে লিড এনে দেন ইংল্যান্ডকে। স্মিথ ৮১ বলে হাফ সেঞ্চুরি করেন। দিন শেষ করতে পারেনি এই জুটি। ৫২ রানে তাদের বিচ্ছিন্ন করেন প্রবাথ। ৬৫ বলে ২৫ রানে থামেন ওকস।
আলোকস্বল্পতায় প্রায় ঘণ্টাখানেক আগে দিনের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ৬১ ওভারে ৬ উইকেটে ২৫৯ রান জমা হয় স্বাগতিকদের স্কোরবোর্ডে। ৯৭ বলে ৫ চার ও ১ ছয়ে ৭২ রানে অপরাজিত ছিলেন স্মিথ। গাস অ্যাটকিনসন খেলছিলেন ৪ রানে।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন আসিথা। দুটি পান প্রবাথ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৩৬
ইংল্যান্ড ১ম ইনিংস: ৬১ ওভারে ২৫৯/৬ (আগের দিন ২২/০) (ডাকেট ১৮, লরেন্স ৩০, পোপ ৬, রুট ৪২, ব্রুক ৫৬, স্মিথ ৭২*, ওকস ২৫, অ্যাটকিনসন ৪*; ধানাঞ্জয়া ২-০-১৪-০, জায়াসুরিয়া ২১-৫-৫৮-২, আসিথা ১৪-০-৬৮-৩, ভিশ্ব ১৩-০-৫১-১, রাত্নায়েকে ৯-০-৫৩-০, কামিন্দু মেন্ডিস ২-০-১৩-০)