আইসিসির চেয়ারম্যান থাকছেন না বার্কলে
বর্তমান মেয়াদ শেষে আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াবেন গ্রেগ বার্কলে। নতুন মেয়াদে তিনি দায়িত্ব নিতে ইচ্ছুক নন বলে জানিয়েছে আইসিসি।
মঙ্গলবার আইসিসির ভার্চুয়াল বোর্ড সভার পর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিষয়টি। আগামী নভেম্বরে শেষ হবে বার্কলের বর্তমান মেয়াদ। আইসিসি চেয়ারম্যান দুই বছর করে তিন মেয়াদের জন্য লড়াই করতে পারেন। তবে বার্কলের এমন সিদ্ধান্তের ফলে বর্তমান পরিচালকদের আগামী ২৭ আগস্টের মধ্যে পরবর্তী চেয়ারম্যানের জন্য মনোনয়ন জমা দিতে হবে।
যদি একাধিক প্রার্থী থাকে, ১ ডিসেম্বরের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর আইসিসির পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ। বর্তমানে আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক উপ-কমিটির প্রধান।
আইসিসির নিয়ম অনুযায়ী, চেয়ারম্যান নির্বাচনে ১৬ ভোট আছে। বিজয়ী হওয়ার জন্য ৯টি ভোটের (৫১%) সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।