খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪

ভারতের বোলিং কোচের দায়িত্বে মর্নে মর্কেল

বেশ কিছু দিন ধরেই চলছিল আলোচনা। অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মর্নে মর্কেলকেই বোলিং কোচ হিসেবে নিয়োগ দিল ভারত।

৩৯ বছর বয়সী মর্কেলকে দায়িত্বটি দেওয়ার কথা বুধবার নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ। ভারতীয় সাবেক পেসার পারাস মামব্রের স্থলাভিষিক্ত হয়েছেন মর্কেল।

ভারতের কোচিং স্টাফে সঙ্গী হিসেবে মর্কেল পাচ্ছেন প্রধান কোচ গৌতাম গাম্ভির, সহকারী কোচ আভিশেক নায়ার ও রায়ান টেন ডেসকাট এবং ফিল্ডিং কোচ টি দিলিপকে। মার্কেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছিলেন গাম্ভির। আইপিএলে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসে দুই মৌসুম একসঙ্গে কাজ করেছিলেন তারা। এসএ টি-টোয়েন্টিতেও ডারবান সুপার জায়ান্টের কোচিং স্টাফে ছিলেন দুইজন।

পাকিস্তানের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করেন মর্কেল। বিশ্বকাপে দলের ব্যর্থতার পর গত নভেম্বরে নিজে থেকেই দলটির দায়িত্ব ছেড়ে দেন তিনি। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে দেওয়ার পর আরও অনেক দলের কোচিং স্টাফেও ছিলেন সাবেক এই ফাস্ট বোলার।

১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৬ টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেন মর্কেল। সব মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেট ৫৪৪টি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy