কে হতে যাচ্ছে ভারতের নতুন কোচ?
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেই শেষ হবে কোহলি-শাস্ত্রী জুটি। বিশ্বকাপের পর টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন না আর বিরাট কোহলি। একই সাথে বিশ্বকাপের পর ভারত জাতীয় দলের কোচ হিসেবে আর দেখা যাবে না রবি শাস্ত্রীকে। শাস্ত্রী নিজেই এক সাক্ষাৎকারে বিষয় টি নিশ্চিত করেছেন।
শাস্ত্রী যে বিশ্বকাপের পর দায়িত্বে থাকছেন না, এই বিষয়ে গুঞ্জন উঠেছে কয়েকদিন আগ থেকেই। অবশেষে সে তথ্যই পাকাপোক্ত হলো। এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রীকে জিজ্ঞেস করা হয় টি২০ বিশ্বকাপই তাঁর শেষ দায়িত্ব কি না? তিনি বলেন, “মনে হয় তাই, কারণ আমার সব পাওয়া হয়ে গিয়েছে। পাঁচ বছর টেস্ট ক্রিকেটে এক নম্বর। অস্ট্রেলিয়াতে দু’বার সিরিজ জয়। ইংল্যান্ডে লর্ডস এবং ওভালে টেস্ট জয়। আমার কাছে এগুলোই সব। আমি তৃপ্ত।”
এদিকে, রবি শাস্ত্রীর পর কে হতে যাচ্ছে ভারত জাতীয় দলের নতুন কোচ? এই বিষয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। গুঞ্জন উঠেছিল, শাস্ত্রী চলে যাওয়ার পরে রাহুলই হবেন ভারতের প্রধান কোচ। তবে সেটার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।
অন্যদিকে ভারতের সংবাদমাধ্যম এর দাবি, মাহেলা জয়াবর্ধনেকে নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বিসিসিআই। এ নিয়ে জয়াবর্ধনের সঙ্গে আলোচনাও করেছে বোর্ড। তবে ভারতের কোচ হতে আগ্রহী নন জয়াবর্ধনে।
জানা গেছে, জয়াবর্ধনে নাকি শ্রীলঙ্কা দলের কোচ হতে আগ্রহী।
তবে এইক্ষেত্রে বর্তমানে ভারতের কোচ হওয়ার দৌঁড়ে আছেন ভারতের সাবেক দুই খেলোয়াড় অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষণ।