ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন বাংলাদেশ টিমের বেশিরভাগ ক্রিকেটাররা।যদিও সুপাই এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের সাথে হেরে আগেই বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যায় বাংলাদেশের। সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের সাথে হেরে যাওয়ায় বেশ হতাশ হয়েছেন সাবেক থেকে শুরু করে কোটি ক্রিকেট প্রেমী টাইগার ভক্তরা।
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সামাজিক মাধ্যমে তার হতাশার কথা জানিয়েছেন।একটা সময় পর্যন্ত বাংলাদেশ টিম আপ্রাণ চেষ্টা চালায় ১২.১ ওভারের মধ্যে লক্ষ্যে পোঁছার।তবে ১০ম ওভারের মাহমুদউল্লাহ রিয়াদের খেলা টানা ৫টি ডট বলে বাংলাদেশের সেই আশা একেবারে চুড়মার হয়ে যায়।তাই অনেক ভক্ত-সমর্থকের রোষানলে পড়েছেন রিয়াদ।বাংলাদেশের এমন পারফরম্যান্সে ভক্ত-সমর্থকরা হতাশ হলেও কাগজে কলমে এটিই বাংলাদেশের সেরা বিশ্বকাপ।
এর আগে টি-২০ বিশ্বকাপের মূল পর্বে কখনোই ২টির বেশি ম্যাচ জিততে পারেনি তারা।তবে এইবারের আসরে প্রথমবারের মতো ৩টি ম্যাচ জিতে সুপার এইটের খেলার সুযোগ পায় টাইগাররা।এর আগে কখনোই গ্রুপপর্বের বাধা পার করতে পারেনি টাইগাররা।
এইবারের টি-২০ বিশ্বকাপের সবচেয়ে বড় প্রাপ্তি লেগি রিশাদ হোসেন।দীর্ঘ দিন ধরেই একটা লেগস্পিনার না থাকার আক্ষেপে পুড়তে হয়েছে বাংলাদেশ টিমকে।তবে এইবার সেই আক্ষেপ কিছুটা হলেও ভুলতে চলেছে টাইগাররা। যদিও রিশাদ এর আগে বেশ কয়েকটি টি-২০ সিরিজে পারফর্ম করেছেন।তবে শঙ্কা ছিলো বড় টিমের সাথে রিশাদ ঠিকতে পারবেন কিনা! তবে সেইসব শঙ্কা উড়িয়ে দিয়ে রিশাদ ঠিকই চিনিয়েছেন নিজের জাত।শ্রীলঙ্কার সাথে ম্যাচ সেরা পুরস্কারসহ ৭ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন এই লেগি।শুধু বোলিং নয় বরং লোয়ারঅর্ডারে পাওয়ার হিটিয়েরও বড় ভরসা হতে পারেন এই লেগি।তাই নিঃসন্দেহে বলা যায় রিশাদ হোসেন এইবারের আসরের সবচেয়ে বড় প্রাপ্তি।
টাইগার ভক্তরা আশায় বুক বাঁধতে পারেন আরেক টাইগার বোলারকে নিয়ে।বলছি তানজিম সাকিবের কথা।পেস এবং সুইং এর সাথে এগ্রেশনটা বেশ ভালো এই পেসারের।বিরাট কোহলির মতো ব্যাটারকে আউট করেও এগ্রেশন দেখাতে ছাড়েননি এই পেসার।যা নিঃসন্দেহে প্রেরণা জুগাবে তরুণ খেলোয়াড়দের।৭ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার।
বোলাররা বরাবরই সাফল্য দেখিয়েছে এইবারের আসরে।তবে ব্যর্থতায় ভরা পুরো ব্যাটিং ইউনিট।
যদিও কাগজে কলমে এটিই বাংলাদেশের সেরা বিশ্বকাপ স্ট্যাটস তবুও সেমিফাইনাল খেলতে না পারার আক্ষেপে পুড়ছেন অনেকে।তাই অনেকে টিমকে ঢেলে সাজানোর কথাও বলছেন।সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাক টাইগার ক্রিকেট, দাপট দেখাক বিশ্বমঞ্চে এমনটাই প্রত্যাশা কোটি টাইগার ভক্ত-সমর্থকদের।