বৃষ্টিতে ভেসে গেল ইংল্যান্ড-স্কটল্যান্ডের ম্যাচ
রোমাঞ্চকর এক লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। কিন্তু সেই উত্তাপে জল ঢেলে দিল প্রকৃতি। বৃষ্টির কারণে একে একে তিনবার বন্ধ হলো ইংল্যান্ড বনাম স্কটল্যান্ডের লড়াই। তৃতীয় দফায় যখন বৃষ্টি নামল তখন ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ইনিংস বিরতিতে দুদল। কিন্তু, শেষ পর্যন্ত এই বিরতি ঠেলে কোনো দলই আর নামতে পারল না মাঠে। ইংল্যান্ড-স্কটল্যান্ডের লড়াই থামিয়ে জয় হলো বৃষ্টির। শেষ দফায় বৃষ্টির তীব্রতা বেশি থাকায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচটি।
বৈরী আবহাওয়ার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আজ মঙ্গলবারের (৪ জুন) ইংলিশদের ম্যাচটি শুরু হতে দেরি হচ্ছিল। নির্ধারিত সময়ে টস হলেও ম্যাচ শুরু হয়েছে প্রায় ৫৫ মিনিট পর। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার ম্যাচটি মাঠে গড়ায় ৯টা ২৫ মিনিটে।
ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের কেনসিংটন ওভালে বৃষ্টির বাধা ঠেলে স্কটল্যান্ডের মুখোমুখি হয় ইংলিশরা। টস জিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বেছে নেন স্কটিশ দলপতি রিচি বেরিংটন।
স্কটিশদের ব্যাটিংয়ের পাওয়ার প্লে শেষ হতেই দ্বিতীয় দফায় বৃষ্টির দাপট। ওই সময় ৬.২ ওভারে স্কটিশদের রান ছিল ৫১। এরপর আবারও লম্বা বিরতি। বাংলাদেশ সময় ১২টা ১০ মিনিটে ফের ম্যাচ গড়ায়। খেলা তখন নেমে আসে ১০ ওভারে। স্কটিশরা এই ১০ ওভারে করে ৯০ রান। এরপর ইনিংস বিরতিতে ফের বৃষ্টি নামলে আর রান তাড়ায় নামতে পারেনি ইংল্যান্ড। স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় ইংলিশদের।
গ্রুপ ‘বি’-তে দুদলেরই এটি প্রথম ম্যাচ। তাই, জয় দিয়ে রাঙাতে চেয়েছিল গ্রেট ব্রিটেনের দল দুটি। ম্যাচে অবশ্য পরিষ্কার ফেভারিট ইংলিশরা। একই অঞ্চলের দল হলেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলার অভিজ্ঞতায় এগিয়ে ছিল ইংল্যান্ড। থ্রি লায়ন্সরা গত ১০ বছরে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৬টি টি-টোয়েন্টি খেলেছে এখানে। কিন্তু বৃষ্টি আজ রাঙাতে দিল না তাদের। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হলো ইংলিশদের।