খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১৮ই অক্টোবর ২০২৪

নেপালকে হারিয়ে বিশ্বকাপ শুরু নেদারল্যান্ডসের

নেপালের বিপক্ষে মঙ্গলবার নেদারল্যান্ডসের জয় ৬ উইকেটে। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে ডাচদের জয়ের ভিত গড়ে দেন মূলত বোলাররা। নেপালকে তারা গুটিয়ে দেয় স্রেফ ১০৬ রানে।

নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩টি করে উইকেট নেন ফন বিক ও টিম প্রিঙ্গল। পল ফন মেকেরেন ও বাস ডে লেডের শিকার ২টি করে।

মাক্স ও’ডাওডের দায়িত্বশীল ইনিংসে ডাচরা জিতে যায় ৮ বল হাতে রেখে। ৪৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন এই ওপেনার।

২০ রানে ৩ শিকার ধরা বাঁহাতি স্পিনার প্রিঙ্গল জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

২০১৪ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নেপাল। টস করতে নেমে দারুণ এক কীর্তি গড়েন তাদের অধিনায়ক রোহিত পাউড়েল। বিশ ওভারের বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন তিনি (২১ বছর ২৭৬ দিন)।

নতুন বলে পেসারদের জন্য মুভমেন্ট মিলেছে বেশ। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় নেপাল। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে তারা করে ২৯ রান।

অধিনায়ক রোহিত ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি সেভাবে। ৩৭ বলে ৫ চারে ৩৫ রান করে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। আর কেউ ১৫ রান পর্যন্তও যেতে পারেননি। তাদের ইনিংস থামে ৪ বল বাকি থাকতে।

লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে মাইকেল লেভিটকে হারায় নেদারল্যান্ডস। দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটিতে দলকে এগিয়ে নেন ও’ডাওড ও ভিক্রাম সিং।

ভিক্রাম ২৮ বলে করেন ২২ রান। চারে নেমে সাইব্রান্ড এঙ্গেলব্রেশট রান আউটে বিদায় নেন ১৪ রান করে। দ্রুত ফেরেন অধিনায়ক স্কট এডওয়ার্ডসও।

তখন ডাচদের সংগ্রহ ৪ উইকেটে ৮০, ২৮ বলে দরকার ২৭ রান।

১৭ বলে দরকার যখন ১৮, এক প্রান্ত আগলে রাখা ও’ডাওডকে ফেরানোর সুযোগ পায় নেপাল, কিন্তু ক্যাচ ফেলেন অধিনায়ক রোহিত। জীবন পেয়ে ডে লেডেকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ও’ডাওড।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল: ১৯.২ ওভারে ১০৬ (ভুর্তেল ৭, আসিফ ৪, আনিল ১১, রোহিত ৩৫, মাল্লা ৯, দিপেন্দ্র ১, সোম্পাল ০, ঝা ১৪, কারান ১৭, ধাকাল ০*, আবিনাশ ০; কিংমা ৪-০-২৩-০, প্রিঙ্গল ৪-০-২০-৩, ফন বিক ৩.২-০-১৮-৩, ফন মেকেরেন ৪-০-১৯-২, ডে লেডে ৪-১-২২-২)

নেদারল্যান্ডস: ১৮.৪ ওভারে ১০৯/৪ (লেভিট ১, ও’ডাওড ৫৪*, ভিক্রাম ২২, এঙ্গেলব্রেশট ১৪, এডওয়ার্ডস ৫, ডে লেডে ১১*; কারান ৩-০-১৭-০, সোম্পাল ৪-০-১৮-১, ঝা ২-০-১৭-০, দিপেন্দ্র ২-০-৬-১, আবিনাশ ৩.৪-০-২৯-১, ধাকাল ৪-০-২১-০)

ফল: নেদারল্যান্ডস ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: টিম প্রিঙ্গল

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy