খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচে নিরাপত্তা জোরদার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় এর আগে ওয়েস্ট ইন্ডিজে সন্ত্রাসবাদী হামলার হুমকি দেওয়া হয়েছিল। তবে এবার আসরের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে ‘লোন উলফ’ আক্রমণের হুমকি দিয়েছে আইএসআইএস। একটি গ্রাফিক্স পোস্টারের সাহায্যে এই হুমকি দেওয়া হয়েছে। এরপরই নিউইয়র্কে ৬ জুন অনুষ্ঠিত হতে চলা ম্যাচের জন্য বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে।

নাসাউ কাউন্টির প্যাট্রিক রাইডার হামলার খবর নিশ্চিত করেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জানিয়েছেন, ‘একটি ভিডিও যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, সন্ত্রাসী গোষ্ঠী সেই ‘লোন উলফ’কে আহ্বান জানিয়েছে। ম্যাচ চলাকালীন বিশাল ভিড় থাকে, তখন সব কিছুই বিশ্বাসযোগ্য মনে হয়।’

পুলিশ কমিশনার হুমকি সম্পর্কে জানান, গত এপ্রিল থেকেই শোনা যাচ্ছিল। প্রাথমিক ভাবে এটি আইএসআইএস-খোরাসানের দেওয়া হুমকি ছিল, যেটি বিশ্বকাপের কোন ম্যাচে হবে, তার উল্লেখ ছিল না। তবে সম্প্রতি ভারত-পাকিস্তান ম্যাচকে নির্দিষ্ট করে নতুন হুমকি দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে যে গ্রাফিক্সটি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, মাথায় হুডি পরা একটি লোকের পিঠে আগ্নেয়অস্ত্র। গ্রাফিক্সের নীচের অংশে সাদা অক্ষরে লেখা, ‘তোমরা ম্যাচের অপেক্ষায় আছো’, তার ঠিক নীচেই লাল রক্তবর্ণে লেখা, ‘…আর আমরা আছি তোমাদের অপেক্ষায়।’

গ্রাফিক্সের উপরের দিকে একটি স্টেডিয়ামের উপর ড্রোন উড়ছে, এমন ছবি দিয়ে তার উপরে লেখা, ‘নাসাউ স্টেডিয়াম। ৯/০৬/২০২৪।’ আর এক পাশে ঘড়ি লাগানো একটি ডায়নামাইটের ছবিও আছে। সব মিলিয়ে বলা যায়, ছবিটিতে হামলার ইঙ্গিত পরিষ্কার।

এদিকে এই ঘটনার পর, নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল স্টেট পুলিশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই সময়ে কোন বিশ্বাসযোগ্য জননিরাপত্তার হুমকি নেই, আমরা পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি। নিউইয়র্কবাসী এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমার প্রশাসন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং নাসাউ কাউন্টির সঙ্গে কয়েক মাস ধরে কাজ করছি।’

নাসাউ কাউন্টির প্রধান ব্রুস ব্লেকম্যান আশ্বস্ত করে বলেছেন, ‘আমরা প্রতিটি হুমকিকে গুরুত্ব সহকারে নিই। প্রতিটি হুমকির জন্য একই পদ্ধতি রয়েছে। আমরা হুমকিকে ছোট করি না। আমরা সব দিক থেকে সতর্ক থাকছি।’

বাড়ানো হচ্ছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা উল্লেখযোগ্য ভাবে। অতিরিক্ত পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করা হচ্ছে, এবং স্থানীয় হাসপাতালগুলিতে সতর্ক করে রাখা হচ্ছে। হুমকিতে ড্রোন হামলার ইঙ্গিত রয়েছে। নেতৃস্থানীয় কাউন্টি কর্মকর্তারা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে (এফএএ) অনুরোধ করেছেন যে, এই স্টেডিয়ামকে ড্রোনের জন্য নো-ফ্লাই জোন হিসেবে মনোনীত করতে।

এর আগে আইএসআইএস গত মার্চে মাসে মস্কোর একটি কনসার্ট হলে মারাত্মক হামলা ঘটিয়েছে। এই প্রেক্ষাপট বর্তমান হুমকির তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচটি টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এনবিসি নিউইয়র্ক টিভি রিপোর্টে দাবি করা হয়েছে যে, বিশ্বকাপ ইভেন্টের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে নাসাউ কাউন্টি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy