সেপাক টাকরো বিশ্বকাপে বাংলাদেশের দারুন সূচনা, হারালো শ্রীলংকা ও পাকিস্তানকে
আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের আয়োজনে মালয়েশিয়ার কুয়ালালামপুরের টিটিওয়াংশা স্টেডিয়ামে চলমান ইসতাফ সেপাক টাকরো বিশ্বকাপের প্রথম দিনে বাংলাদেশ দল দুই খেলায় জয় পেয়েছে। হেরেছে একটিতে। ১৮ মে সকালে রেগু ইভেন্টে চাইনিজ তাইপের সাথে বাংলাদেশ ২-০ সেটে হারে। ডাবল ইভেন্টে বাংলাদেশ শ্রীলংকা ও পাকিস্তানকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করেছে।
আগামীকাল ১৯ মে ডাবল ইভেন্টে বাংলাদেশ চাইনিজ তাইপে এবং রেগু ইভেন্টে সৌদি আরবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
দলের চিফ দ্য মিশন সৈয়দ মোহাম্মদ তানসীর কুয়ালালামপুর থেকে জানান, শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে হারলেও দারুন নৈপুণ্য উপহার দেয় বাংলাদেশ দল। অন্যদিকে, শ্রীলংকা ও পাকিস্তানের সাথে যোগ্যতর দল হিসেবেই জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা। আগামীকালও নিজেদের খেলায় ভালো করবে বলে আশা করেন চট্টগ্রামের এই তরুন ক্রীড়া সংগঠক।
কুয়ালালামপুরে দলের সাথে আছেন বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের নির্বাহী সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি। এন স্পোর্টসকে তিনি জানান, এবারের সেপাক টাকরো বিশ্বকাপ অত্যন্ত সুশৃঙ্খলভাবে আয়োজিত হচ্ছে। আয়োজক হিসেবে তিনি মালয়েশিয়ার প্রশংসা করেন। বাংলাদেশ সেপাক টাকরো দলের কাছে সামনের ম্যাচগুলোতে আরো ভালো খেলা প্রত্যাশা করেন তিনি।
আজকের ম্যাচে দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস)
কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত রাজু।