সেপাক টাকরো বিশ্বকাপে অংশ নিতে কুয়ালালামপুর পৌঁছেছে বাংলাদেশ দল
সেপাক টাকরো বিশ্বকাপে অংশ নিতে মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুর পৌঁছেছে বাংলাদেশ দল। চিফ দ্য মিশন সৈয়দ মোহাম্মদ তানসীর এর নেতৃত্বে ভোরে সেখানে পৌঁছান খেলোয়াড় ও কর্মকর্তার সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল। কুয়ালালামপুরে আগামীকাল থেকে শুরু হয়ে ২৪শে মে পর্যন্ত চলবে এই বিশ্বকাপ।
যেখানে বাংলাদেশ দল খেলবে দ্বিতীয় টায়ারে। বাংলাদেশের সঙ্গী নেপাল, পাকিস্তান, শ্রীলংকা, সৌদি আরব, ফ্রান্স, জার্মানি, ইরান ও চায়নিজ তাইপে।
বাংলাদেশ দলে রয়েছেন ছয়জন খেলোয়াড় এবং পাঁচজন কর্মকর্তা। এই পাঁচ কর্মকর্তার মধ্যে তিনজনই চট্টগ্রামের। যেখানে চিফ দ্য মিশন হিসেবে রয়েছেন সেপাক টাকরো এসোসিয়েশনের সহ সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নির্বাহী সদস্য সৈয়দ মোহাম্মদ তানসীর, যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল এবং নির্বাহী সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি।
এই টুর্নামেন্টে বাংলাদেশ দল দুটি ইভেন্টে খেলবে। ইভেন্ট দুটি হচ্ছে রেগু ইভেন্ট এবং ডাবল ইভেন্ট। এ পর্যন্ত বাংলাদেশ দল সেপাক টাকরোর বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ গ্রহন করেছে। যার সবশেষটি নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ। সেখানে পুরুষ দল কোয়াড ইভেন্টে রানার্স আপ হওয়ার গৌরব অর্জণ করে।
দলের চিফ দ্য মিশন সৈয়দ মোহাম্মদ তানসীর জানান, বিশ্বকাপের মত বড় ও মর্যাদাপূর্ণ আসরে ভালো খেলা মূল লক্ষ্য। এবারের টুর্নামেন্ট থেকে পাওয়া অভিজ্ঞতা খেলোয়াড়দের দারুণ সহযোগিতা করবে বলে জানান তরুন এই ক্রীড়া সংগঠক।