জয়সোয়ালের ব্যাটে প্রথম দিনে ভারতের দাপট
বিশাখাপাত্নাম টেস্টের প্রথম দিনের শেষ সেশনে ৩টিসহ ভারতের ৬ উইকেট তুলে নিয়েছে ইংল্যান্ড। ৯৩ ওভারে স্বাগতিকদের রান ৩৩৬ রান।
সিরিজের প্রথম টেস্টে ৮০ রানের ইনিংস খেলা জয়সওয়াল এবার দিন শেষে অপরাজিত ১৭৯ রানে। তার ২৫৭ বলের ইনিংসে ১৭টি চারের পাশে ছক্কা ৫টি।
৬ টেস্টের ক্যারিয়ারে ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানের দ্বিতীয় সেঞ্চুরি এটি। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেক ইনিংসেই তিনি করেছিলেন ১৭১।
ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে বয়স ২৩ হওয়ার আগে দেশে ও দেশের বাইরে টেস্ট শতকের স্বাদ পেলেন তিনি। আগের তিন জন রাভি শাস্ত্রী, সাচিন টেন্ডুলকার ও ভিনোদ কাম্বলি। চার জনই রঞ্জি ট্রফিতে খেলেছেন মুম্বাইয়ের হয়ে।
ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এ দিন শুবমান গিলের ৩৪।
হায়দরাবাদ টেস্টের তুলনায় বিশাখাপাত্নামের উইকেট ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো। হায়দরাবাদের মতো টার্ন এখানে প্রথম দিন পাননি স্পিনাররা। তবে ইংল্যান্ডের চার বিশেষজ্ঞ বোলারই ভালো বোলিং করেছেন এ দিন।
অভিষিক্ত অফ স্পিনার শোয়েব বাশির ও লেগ স্পিনার রেহান আহমেদ ধরেন ২টি করে শিকার। প্রথম টেস্টে বল হাতে ইংল্যান্ডের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার টম হার্টলি ও অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের প্রাপ্তি করে একটি উইকেট। ৪১ বছর বয়সী অ্যান্ডারসন ১৭ ওভারে রান দেন মাত্র ৩০।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ৯৩ ওভারে ৩৩৬/৬
(জয়সোয়াল ১৭৯*, রোহিত ১৪, গিল ৩৪, শ্রেয়াস ২৭, পাতিদার ৩২, অক্ষর ২৭, ভরত ১৭, অশ্বিন ৫*; অ্যান্ডারসন ১/৩০, রুট ০/৭১, হার্টলি ১/৭৪, বশির ২/১০০, রেহান ২/৬১)
* ১ম দিন শেষে