খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৯ই সেপ্টেম্বর ২০২৪

জাভি-ক্লপের বিদায়ের ঘোষণা

শনিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারে বার্সা। তাদের হারের দিনে পাসমাসের বিপক্ষে জিতে রিয়াল মাদ্রিদ জিতে ফিরল শীর্ষ স্থানে। শীর্ষে থাকা রিয়াল থেকে ১০ পয়েন্টে পিছিয়ে থাকল বার্সা।
ম্যাচের ৪১ ও ৫৪ মিনিটে দুই গোল দিয়ে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ইকলাই গুন্দোগান ও পেদ্রি ৬০ ও ৬৮ মিনিটে আনেন সমতা। ৭১ মিনিটে আত্মঘাতি গোলের সৌজন্যে এগিয়ে যায় বার্সেলোনা।

তবে খেল বাকি ছিলো অনেক। ৮৪ মিনিটে ভিয়ারিয়াল সমতায় ফেরার পর যোগ করা সময়ে আরও দুই গোল দিয়ে ম্যাচ জিতে নেয় তারা।

দলের বড় হারের দিনে কোচের বিদায়ও শুনল ক্লাবটি। প্রধান কোচ জাভি জানিয়েছেন, জুনের পরই বিদায় নিচ্ছেন তিনি, ‘আমি চলে যাচ্ছি, ৩০ জুন আমার শেষ। আমাকে বার্সার স্যার আলেক্স ফার্গুসেন হতে বলেছিল কেউ কেউ, কিন্তু সেটা অসম্ভব। বার্সায় এটা কখনো হওয়ার নয়।’
বিদায় বেলায় গণমাধ্যমের উপরও ক্ষোভ ঝেড়েছেন সাবেক বার্সার এই তারকা, ‘খুব নির্দয় কাজ এটা। মনে হবে আপনি মূল্য পাচ্ছেন না। বাজে আচরণের শিকার হবেন, তারা (গণমাধ্যম) আপনাকে শেষ করে দেবে। সব কোচের সঙ্গেই এমন হয়। সবাইকে তাই চলে যেতে হয়।’

২০২১ সালে বার্সেলোনার দায়িত্বে এসেছিলেন জাভি। তাকে ঘিরে দিন বদলের স্বপ্ন দেখছিলেন সমর্থকরা। লি লিগায় একবার শিরোপা জিতলেও ইউরোপ সেরার লড়াইয়ে ক্লাবটি নিজেদের মেলে ধরতে পারেননি। আগের সেই সোনালী দিন ফেরারও আভাস মিলছে না।

এরআগে শুক্রবার নিজেদের ওয়েবসাইটে ক্লপের কোচের পদ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল। ২০১৫ সালের অক্টোবরে তাদের দায়িত্ব গ্রহণ করেছিলেন ৫৬ বছর বয়সী এই জার্মান। তার অধীনে অ্যানফিল্ডের দলটি একটি করে প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপসহ মোট সাতটি শিরোপা জিতেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিভারপুলের স্বীকৃত পেজে বলা হয়েছে, ‘মৌসুমের শেষে লিভারপুলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ক্লপ। আগামী গ্রীষ্মে তার পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা সম্পর্কে ক্লাবের মালিকপক্ষকে অবহিত করেছেন তিনি।’

বিদায়ের ঘোষণায় লিভারপুলের ওয়েবসাইটকে ক্লপ বলেছেন, ‘আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে অনেক মানুষের জন্য এটা একটা ধাক্কা হবে যারা প্রথমবার শুনবে। তবে অবশ্যই, আমি সিদ্ধান্তটা ব্যাখ্যা করতে পারি বা অন্তত ব্যাখ্যা করার একটা চেষ্টা করতে পারি।’

তিনি যোগ করেছেন, ‘আমি এই ক্লাবের সবকিছু ভালোবাসি। আমি এই শহরের সবকিছু ভালোবাসি, আমাদের সমর্থকদের সবকিছু ভালোবাসি, আমি এই দলকে ভালোবাসি, আমি স্টাফদের ভালোবাসি। আমি সবকিছুই ভালোবাসি। কিন্তু আমি তারপরও এমন সিদ্ধান্ত নেওয়ায় আপনাদের বুঝতে হবে যে আমি নিশ্চিত হয়েই এটা নিচ্ছি।’
ক্লপ আরও বলেছেন, ‘বিষয়টা হলো, আমি যে কীভাবে বলব… আমার শক্তি ফুরিয়ে যাচ্ছে। আমার এখন কোনো সমস্যা নেই। স্পষ্টতই, আমি এটা আগে থেকেই জানতাম যে আমাকে কোনো এক পর্যায়ে এটা ঘোষণা করতে হবে। কিন্তু আমি এখন পুরোপুরি ভালো থাকলেও জানি যে আমি কাজটি বারবার করে যেতে পারব না।’

লিভারপুলের সঙ্গে ক্লপের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। তবে তার দুই বছর আগেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy